১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা
মোজো ডেস্ক 08:00PM, May 06, 2025
মাত্র ১২০ টাকা খরচ করে ছেলের চাকরি হয়েছে পুলিশে—এমন খবর শুনেই আবেগে ভেসে যান কিশোরগঞ্জ পৌরসভার ক্লিনার আব্দুল মালেক। তার ছেলে শ্যামল মিয়া এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন।
সোমবার (২০ মার্চ) জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্তভাবে নির্বাচিতদের অভিভাবকদের হাতে ফুল তুলে দেওয়া হয় শুভেচ্ছা জানাতে। সদর উপজেলার কামালিয়ার চর এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আমি গরিব মানুষ, ভাবিনি ছেলের এভাবে চাকরি হবে। আল্লাহর রহমত আর পুলিশ প্রশাসনের কারণে এটা সম্ভব হয়েছে।”
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কিশোরগঞ্জে ১১২ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই তরুণরা দেশপ্রেম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।”
অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুকও তুলে দেওয়া হয়।