ভারতে চার বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করল ইউটিউব: ডিসমিসল্যাব

সরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে দেখা যাচ্ছে না।’

ভারতীয় সার্ভারভিত্তিক ভিপিএন ও আইপি যাচাই করে বিষয়টি নিশ্চিত করেছে ডিসমিসল্যাব নামের বাংলাদেশের একটি অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম। ডিসমিসল্যাব জানিয়েছে, বাংলাদেশের ৩৮টি চ্যানেলের মধ্যে চারটি ইউটিউবে ব্লক অবস্থায় পাওয়া যায়। পরে এই লিংকগুলো দিল্লি ও কলকাতার দুই সাংবাদিককে পাঠানো হলে তারাও বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা টিভি কর্তপক্ষও নিশ্চিত করেছে, তাদের ইউটিউবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে—ভারত সরকারের অনুরোধে চ্যানেলটি ভারতে ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের আপলোডগুলোও ভারতে দেখা যাবে না।

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (৬–৭ মে রাতে) নামে একটি অভিযান পরিচালনা করে ভারত। এরপর দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে উগ্র জাতীয়তাবাদী কভারেজ দেখা যায়। ঠিক এমন সময়েই ভারতে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়ায় কঠোর সেন্সরশিপ শুরু হয়।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের ওয়েবসাইটও ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার ( ৯ মে ) এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন-২০০০–এর অধীনে মিনিস্ট্র অব ইলেকট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজির আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

নিজেদের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারা দেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে।

এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কর্তৃপক্ষকে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলে। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী এই অ্যাকাউন্টগুলো ব্লক করবে। ভারতে ব্লক করা অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে মাকতুব মিডিয়া, ফ্রি প্রেস কাশ্মীর ও দ্য কাশ্মীরিয়াতের মতো সংবাদমাধ্যম।

এর আগে এপ্রিল মাসে ভারত সরকার পাকিস্তানের এক ডজনেরও বেশি ইউটিউব চ্যানেল ব্লক করে। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্রিকেটার বাবর আজম, শহীদ আফ্রিদি ও অলিম্পিয়ান আরশাদ নাদিমের অ্যাকাউন্টেও ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিজ দেশের অনলাইন পোর্টাল ‘দ্য ওয়্যার’ বন্ধ করল ভারত সরকার নিজ দেশের অনলাইন পোর্টাল ‘দ্য ওয়্যার’ বন্ধ করল ভারত সরকার।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারা অনুযায়ী, সরকার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনলাইন কনটেন্ট ব্লক করার নির্দেশ দিতে পারে। এ ধারা অনুযায়ী, ভারতের মিনিস্ট্র অব ইলেকট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি বা অনুমোদিত অন্য সংস্থাগুলো এমন আদেশ দিতে পারে।

গুগলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত সরকার ২ হাজার ১৯১টি কনটেন্ট অপসারণের অনুরোধ করেছে। এ ছাড়া ওই বছরের শেষ দিকে আরও ১ হাজার ৬৭৭টি কনটেন্ট অপসারণের অনুরোধ করে। গত এক দশকে ইউটিউবসহ গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এ রকম প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০টি কনটেন্ট সরানোর অনুরোধ করে ভারত সরকার।

আরএম  

Share this news on:

সর্বশেষ

img
আপিলের শেষদিনেও ইসি ভবনে প্রার্থীদের দীর্ঘ লাইন Jan 09, 2026
img
অপরাধী হয়ে আসছে নতুন রবিন হুড Jan 09, 2026
img
ইরানে তীব্র বিক্ষোভ: রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন Jan 09, 2026
টাইব্রেকারে মার্শেইকে হারিয়ে পিএসজির ফরাসি সুপার কাপ জয় Jan 09, 2026
img
২০২৬ সালে রিয়্যালিটি শোর মঞ্চে মুখোমুখি হচ্ছেন প্রাক্তনরা Jan 09, 2026
img
ট্রাম্পের পরবর্তী টার্গেট হওয়ার ভয়েই কি নীরব পুতিন? Jan 09, 2026
img
জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ Jan 09, 2026
img
খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণ করলেন উপদেষ্টা আসিফ নজরুল Jan 09, 2026
img
মুসাব্বির হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট : পুলিশ Jan 09, 2026
img
দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই : রিজওয়ানা হাসান Jan 09, 2026
img
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল-দাইরি বরখাস্ত Jan 09, 2026
img
গানে ইকোসিস্টেম তৈরি করবে ওপেনএআই Jan 09, 2026
img
বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল ও জরিমানা ১৫ লাখ টাকা Jan 09, 2026
img
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, প্রাণ গেল ৪ জনের Jan 09, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৩ মামলা Jan 09, 2026
img

বিপিএল ২০২৬: রাজশাহী VS চট্টগ্রাম

টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম Jan 09, 2026
img
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বিদ্যুৎহীন অর্ধলক্ষাধিক ঘরবাড়ি Jan 09, 2026
img
দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান Jan 09, 2026
img
মোদির ফোন না আসায় ভেঙে গেল ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি: লাটনিক Jan 09, 2026
img
চেষ্টা এবং অধ্যবসায়ে লুকানো সঙ্গীতের শক্তি: এ আর রহমান Jan 09, 2026