৫ মাস পর লিবিয়া থেকে ফিরল রিফাতের মরদেহ

স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ হন মাদারীপুর শিবচরের যুবক রিফাত তালুকদার। গত বছরের ১৮ ডিসেম্বর লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যায় ট্রলার। এ ঘটনার প্রায় ৫ মাস পর রিফাতের মরদেহ ফিরল বাংলাদেশে। নিহত রিফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের তালুকদার কান্দি গ্রামের হুমায়ুন তালুকদার ও শিল্পী বেগম দম্পতির একমাত্র সন্তান।

জানা যায়, ইতালি যাওয়ার জন্য ২০২৪ সালের অক্টোবর মাসে দেশ ছাড়েন তিনি। লিবিয়া গিয়ে দুই মাস অপেক্ষার পর ডিসেম্বর মাসের ১৮ তারিখ সাগর পথে রওনা হন রিফাত। তবে ভাগ্য সহায়ক হয়নি তার। ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে ডুবে যায় ট্রলার।

গুরুতর আহত হয় রিফাত। লিবিয়ার কোস্ট গার্ড উদ্ধার করে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন। তবে মারা যায় রিফাত। প্রায় ৭ মাস পর শনিবার (১০ মে) বিকেলে রিফাতের মরদেহ ফিরেছে নিজ বাড়িতে।

রিফাতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত বছরের অক্টোবর মাসের দিকে দালালের মাধ্যমে লিবিয়ায় পৌঁছায় রিফাত তালুকদার। সেখানে দুই মাসের মতো অপেক্ষার পর ডিসেম্বর মাসের ১৮ তারিখে রিফাতসহ অভিবাসন প্রত্যাশীদের একটি ট্রলার ইতালির উদ্দেশ্যে রওনা দিলে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে ডুবে যায়। এসময় মারা যায় অনেকে।আহতও হয়।

গুরুতর আহতাবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখানেই মৃত্যুবরণ করেন রিফাত। এদিকে ট্রলারে উঠার পর রিফাতের সঙ্গে পরিবারের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নানাভাবে খোঁজ নিয়েও পরিবারের লোকজন রিফাতের কোন খোঁজ করতে পারেনি। বেঁচে আছে নাকি মরে গেছে এই আশার মধ্য দিয়ে চলতি বছর ২৫ রমজানে রিফাতের খোঁজ পায় তার পরিবার। তারা জানতে পারেন তার মরদেহ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি রিফাতের সন্ধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন রিফাতের পরিবার।

প্রতিবেশী কামরুল ইসলাম বলেন, অবশেষে রিফাতের লাশ বাড়িতে এসে পৌঁছেছে। ইতালি যাওয়ার পর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। লাশ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে ছিল। লিবিয়ায় থাকা এলাকার প্রতিবেশীরা খোঁজ করলে রিফাতের সন্ধান পায়। পরে পরিবারকে জানালে রিফাতের পরিবার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

নিহত রিফাতের মামা হাবিব মুন্সী বলেন, অনেক দিন রিফাতের কোনো খোঁজ ছিল না। গত রমজানে আমরা জানতে পারি, ওর লাশ লিবিয়ায় আছে। এরপর লাশ আনার প্রক্রিয়া শুরু হয়। শনিবার বিকেলে লাশ আসে বাড়িতে।

তিনি আরও বলেন, আমার একটাই ভাগিনা ছিল। ওরে কোন ভাবেই বিদেশ যেতে দিতে রাজি ছিল না ওর বাবা-মা। এক রকম পাগলামি করে ও লিবিয়ায় যায়। বাড়িতে সম্পত্তির অভাব নাই। তার পরও লিবিয়া হয়ে ইতালি যেতে পাগল হয়ে ওঠে।

নিহতের বাবা হুমায়ুন তালুকদার বলেন, ‘গত বছরের ১৮ ডিসেম্বর ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সাগরে ট্রলারডুবির কথা শুনি। রিফাতের কোনো খোঁজ পাই না। আশায় ছিলাম, হয়তো বেঁচে আছে! এরপর গত রমজানে শুনি লাশ মর্গে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, ‘দুঃখজনক ঘটনা। আমি খোঁজখবর নিচ্ছি ওই পরিবারের।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই : প্রেস সচিব Oct 30, 2025
img
সুদানে ৩ দিনে প্রাণ গেল ১৫০০ জনের Oct 29, 2025
img
নির্বাচন বানচালে কুচক্রীমহল ষড়যন্ত্র করছে : মোনায়েম মুন্না Oct 29, 2025
img
আগারগাঁও থেকে শাহবাগ অংশে ফের মেট্রোরেল চলাচল বন্ধ Oct 29, 2025
img
অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে ফের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা Oct 29, 2025
img
বসনিয়ার সার্ব নেতা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র Oct 29, 2025
img
বাসায় ফেরার মতো শারীরিক অবস্থায় নেই অভিনেতা হাসান মাসুদ Oct 29, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা Oct 29, 2025
img
বাংলাদেশের হারে ব্যাটারদের কড়া সমালোচনা করলেন রুবেল Oct 29, 2025
img
হাসিনা-রেহানা দেশের ১১ বছরের বাজেট লুটপাট করেছে : আবুল খায়ের Oct 29, 2025
img
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ Oct 29, 2025
img
রাগ মেটাইনি গালাগাল দিয়ে: অনির্বাণ ভট্টাচার্য Oct 29, 2025
img
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলায় গোলাম পরওয়ারের নিন্দা ও প্রতিবাদ Oct 29, 2025
img
দিনক্ষণ জানি না, তবে মা হওয়ার ইচ্ছা রয়েছে: সোহিনী সরকার Oct 29, 2025
img
দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী Oct 29, 2025
img
ডিভোর্সকে সহজ মনে করা ঠিক নয়, দেবলীনা দত্তের বার্তা Oct 29, 2025
img
সালমান শাহর বিষয়ে কি বললেন তুষার খান! Oct 29, 2025
img
চাঁদপুরে এনসিপি নেতা গ্রেপ্তার Oct 29, 2025
img
তরুণ প্রজন্মই ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে: জাহিদুল ইসলাম Oct 29, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ Oct 29, 2025