বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় সুষ্ঠু রাষ্ট্র কাঠামো ও দেশ পরিচালনার জন্য বিকল্প নেই। ৩১ দফার মধ্যে রাষ্ট্র পরিচালনা ও দেশের মানুষের কল্যাণের জন্য সব বিষয় উল্লেখ রয়েছে। এর মধ্যে কৃষকদের অধিকারের বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
শনিবার (১৭ মে) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির বলেন, দলের মধ্যে অনুবেশকারীরা ঘাপটি মেরে রয়েছে। এখন তারা নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে তাদের প্রতিহত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, অনেকে কৃষি জমি থেকে মাটি লুট করে নিয়ে বিক্রি করছে। আর বদনাম হচ্ছে বিএনপির। এসব দলে অনুপ্রবেশকারীদের সবাই মিলে তাদের রুখে দিতে হবে। আমি বিগত দিনে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে আমার দায়িত্ব পালন করেছি।
আগামী দিনেও পাশে থাকার প্রত্যয় নিয়ে রাজনীতি করে যাচ্ছি।
কবির আরো বলেন, আমার নেতা তারেক রহমান যদি আগামী নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীক দেয় তাহলে আমি মানিকগঞ্জ-১ আসনের অবহেলিত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এ অঞ্চলে কোন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে এ এলাকাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
বানিয়াজুরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক প্রধানের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহম্মেদ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষক সম্পাদক লোকমান হোসেন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জামিল উদ্দিন মনি, শিবালয় বিএনটির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ঘিওর উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম আলী প্রমুখ।
এসএম/এসএন