সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলেও রয়েছে সাময়িক বিরতি। এই ফাঁকে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সময় কাটাতে একেবারে নতুন এক খেলায় মেতে উঠলেন তিনি। দু’জনে একসঙ্গে খেলায় নামলেন, আর তাঁদের হাসিমুখে খেলতে দেখা যাওয়ার ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে কিছুদিনের জন্য বন্ধ ছিল আইপিএল। আবার শুরু হলেও এক ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের। বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়, ফলে বেঙ্গালুরুর জন্য প্লে অফের রাস্তা কিছুটা সহজ হয়। এই অবস্থায় আরসিবি শিবিরে দেখা যাচ্ছে হালকা মেজাজ। ক্রিকেট থেকে খানিকটা সরে গিয়েও খেলাধুলা থেকে দূরে থাকেননি তারা।
আরসিবির সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, দলের তারকারা জনপ্রিয় পিকলবল খেলায় মেতে উঠেছেন। শুধু বিরাট নন, ব্যাটিং কোচ দীনেশ কার্তিক ও তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলকেও দেখা গেছে পিকলবল কোর্টে। সঙ্গে ছিলেন ভুবনেশ্বর কুমার এবং দলের ডিরেক্টর মো বোবাট। তবে সবচেয়ে নজর কাড়ে বিরাট ও অনুষ্কার জুটি—যাঁরা একসঙ্গে কোর্টে নেমে মিষ্টি পার্টনারশিপ উপহার দিয়েছেন। কখনও পয়েন্ট জিতে হাই ফাইভ, কখনও হাসিমুখে উদযাপন—দুই তারকার সেই মুহূর্ত ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তোলে।
এদিকে আইপিএলে আরসিবির সামনে আরও দুটি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে। সেই ম্যাচগুলোতে জয় পেলে দল নিশ্চিতভাবে প্লে অফে জায়গা করে নিতে পারবে। তবে আপাতত ক্রিকেট নয়, কিছুটা অবসরে বিরাট-অনুষ্কার খেলার মুহূর্তই জয় করছে মন।
এমআর/টিএ