নিরাপত্তা চাদর ভেঙে সালমানের অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টায় গ্রেফতার এক যুবক

গত কয়েক বছর ধরেই জীবনহানির শঙ্কায় রয়েছেন বলিউডের মেগাস্টার সালমান খান। ভারতের কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই গ্যাংয়ের নজরদারিতে এ অভিনেতা। সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যার হুমকি ও বাবা সিদ্দিকির মতো রাজনীতিবিদের হত্যার পর সালমান খানের জীবন নিয়ে শঙ্কায় খোদ দেশটির সরকার। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হচ্ছে তাকে।

এরইমধ্যে সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করে আটক হলেন এক ব্যক্তি। ছত্তিশগড় থেকে আসা এক ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ, যিনি বেআইনিভাবে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অবস্থিত বাসভবনে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এই ঘটনা ঘটে মঙ্গলবার (২০ মে) সকালে যখন জিতেন্দ্র কুমার সিং নামের ওই ব্যক্তি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছান। নিজেকে সালমান খানের ভক্ত দাবি করে তিনি জোর করে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন।

সিকিউরিটি গার্ডরা প্রবেশে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলেন।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, তাকে সেদিন সকালে ফিরিয়ে দেওয়া হলেও তিনি আবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ফিরে আসেন।

এইবার তিনি অ্যাপার্টমেন্টের একজন বাসিন্দার গাড়িতে ঢুকে ভিতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় গেটের কাছে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।

এরপর বান্দ্রা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। বর্তমানে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে সিং জানান, তিনি লুকিয়ে প্রবেশ করছিলেন কারণ সিকিউরিটি গার্ডরা তাকে সালমান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না।

পুলিশ জানিয়েছে, সেই ব্যক্তি সালমানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে পারলেও সালমান খানের মূল বাসভবনে পৌঁছানোর আগেই তাকে থামানো হয়।

১৯৯৮ সালের সেই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ায় সালমান খানের।

দীর্ঘদিন হয়ে গেলেও সালমান খান আজও সেই ঘটনার ছায়া থেকে বের হতে পারেননি। বিষ্ণোই গ্যাং এখনও সালমানকে তাড়া করে বেড়ায়।

একাধিকবার বলিউডের ভাইজানের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে তারা। সালমান খানের বাড়িতে গুলিও চালানো হয়েছে। গত বছর সালমান খানের সবচেয়ে কাছের বন্ধু, ভারতের রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। জানায়, সালমান ঘনিষ্ঠ সবাইকেই এ পরিণতি দেখতে হবে। 

আরএম/এসএন



Share this news on:

সর্বশেষ

img
সামান্থার সাফল্যের অনুষ্ঠানে অতিথি প্রাক্তন শাশুড়ি, প্রশংসায় পঞ্চমুখ May 22, 2025
পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত May 22, 2025
অপারেশন সিঁ'দু'রের পর পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি May 22, 2025
img
হাজারো ‘বাংলাদেশি’ কে ফেরত পাঠাতে চায় ভারত May 22, 2025
img
অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান May 22, 2025
img
জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! জবাব দিলেন পরিচালক নীরাজ May 22, 2025
img
পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির May 22, 2025
img
ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর May 22, 2025
img
ডাচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যস্থতার যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর May 22, 2025
img
দিল্লির বিদায়ের জন্য মুকেশকে দায়ী করলেন বাদানি May 22, 2025
img
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি May 22, 2025
img
আসিফ-মাহফুজকে নিয়ে যে মন্তব্য করলেন নুর May 22, 2025
img
চীনে ভূমিধসে প্রাণ গেল অন্তত ৪ জনের, আটকা ১৭ May 22, 2025
img
আঙুল না থাকা নাদিমের সাঁতারে বাজিমাত May 22, 2025
img
“আমার সন্তানের ধর্ম হবে মনুষ্যত্ব”: দেবলীনা May 22, 2025
img
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল আলম May 22, 2025
img
টাট ট্রোজিয়েন থেকে সোকা—জাহ্নবীর পাতে ফ্রান্সের পাঁচ লোভনীয় খাবার May 22, 2025
img
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির May 22, 2025
img
রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য' May 22, 2025
img
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকব না : রিফাত রশিদ May 22, 2025