ড. ইউনূসকে পদত্যাগ করতে দেব না : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, আমরা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ চাই না। দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা তাঁকে পদত্যাগ করতেও দেব না। তাঁর ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু তার টিম ভাল খেলছে না।

তিনি বলেন, ভাল টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যা বিচার করতে হলে অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনূসের টিম পুনর্গঠন করতে হবে। অন্যথায় এই টিম নিয়ে খেলে ডক্টর মুহাম্মদ ইউনূস ভাল করলেও, টিম দিয়ে ম্যাচ জেতা যাবে না। আর একারণেই আমাদের দাবি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারনের দাবিতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গতকাল প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সৃষ্টি করা হয়েছিলো। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। মূলত একাধিক উপদেষ্টা ও এনসিপি নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, ‘তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না।’

এটা মূলত তাদের জন্য সতর্কবার্তা। কিন্তু তারা বাইরে ছড়িয়ে দেয়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। সেই তারাই আবার মধ্য রাতে বলতে থাকেন প্রধান উপদেষ্টা থাকবেন। মূলত উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক তারা মঞ্চায়ন করেছেন।

তিনি বলেন, আজ একজন উপদেষ্টা বলেছেন- ‘শুধু নির্বাচনের জন্য আমরা বসি নাই।’ কিন্তু ১০ মাসেও তো গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের নমুনা দেখছি না। বরং সংস্কারের নামে নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদের পাহারাদার হয়েছেন একজন উপদেষ্টার স্বামী। সাবের মান্নানদের জামিন করিয়েছেন, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছেন। সংস্কারের নামে নৈরাজ্য ও অনৈক্য সৃষ্টি করেছেন উপদেষ্টা মাহফুজ, দুর্নীতিতে জড়িয়েছেন উপদেষ্টা আসিফ।

তিনি আরো বলেন, আমাদের স্পষ্ট দাবি শপথ লঙ্ঘনের দায়ে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। প্রশাসক এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। অন্যথায় উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার দূর হবে না।

নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আমরা মনে করি, আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া দরকার। তার আগে গণহত্যার বিচার ও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। যদিও জানতে পারছি, কিছু উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন, সুতরাং তাদের পদত্যাগ করতেই হবে। তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক অপকৌশলের মাধ্যমে ড. মোহাম্মদ ইউনূসকেও বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমরা ড. ইউনূসের পক্ষে আছি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও অনৈক্য সৃষ্টিকারী মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে তাদের বহিষ্কারে জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করা হবে। তাছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রকে বহিষ্কার করতে হবে।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি রাহুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন নুর, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরণ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শুভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জুলি : যৌনপল্লী পেরিয়ে রাজনীতিতে পাওলি দাম May 24, 2025
img
এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: নজরুল ইসলাম খান May 24, 2025
img
নিজ দেশে ফিরে যেতে বিশ্ব ঐক্যের আহ্বান রোহিঙ্গাদের May 24, 2025
img
ঈদুল আজহার ট্রেনযাত্রা: ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল বিএনপি May 24, 2025
img
১১ জেলায় দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস May 24, 2025
img
জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ May 24, 2025
img
আর্জেন্টিনার সঙ্গে ঐতিহাসিক চুক্তি বাফুফের May 24, 2025
img
ভ্রমণ ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস May 24, 2025
img
যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন May 24, 2025
img
আমাদের সঙ্গে উদযাপন করার জন্য ফারিণ ও নিশো ভাইকে ধন্যবাদ: প্রীতম হাসান May 24, 2025
img
হবিগঞ্জে এনসিপির মতবিনিময় সভা May 24, 2025
img
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের May 24, 2025
img
'পর্দায় আমার সঙ্গে প্রসেনজিৎ থাকলে সব কিছু ভুলে যাই' May 24, 2025
img
'এখনও স্বামী মারা গেলে সব দোষ পড়ে মেয়েদের ঘাড়ে' May 24, 2025
img
যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন May 24, 2025
img
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার May 24, 2025
img
ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫৬ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ May 24, 2025
img
ভারতে আইফোন তৈরি নিয়ে অ্যাপলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের May 24, 2025
img
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি May 24, 2025