নওগাঁয় টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে পাকা বোরো ধান, শঙ্কায় কৃষক

নওগাঁর মান্দায় কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাঠে পাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা। কিছু জমিতে ধান কাটা হলেও রোদ না থাকায় শুকাতে না পেরে তা আবার ভিজে যাচ্ছে। ফলে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের ফসল।

অবিরাম বৃষ্টির কারণে ধান শুকানোর সুযোগ না পেয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।

তাদের ভাষ্য, আমন ধান কাটার পর ওইসব জমিতে সরিষা ও আলুর চাষ হয়েছিল। এতে করে বোরো ধান রোপণে কিছুটা দেরি হয়। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই টানা বৃষ্টিপাত চলায় এখন তারা পাকা ধান কাটতে পারছেন না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল (২৩ মে) শুক্রবার বিকাল পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সাত দিনে গড়ে প্রতিদিন বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এ সময়ে সাধারণত আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির নজির সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। এ বছরের চিত্র পুরোটাই উল্টো। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আলু আবাদ হয়েছে ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এবং সরিষা হয়েছে ৫ হাজার ২০০ হেক্টরে। এসব জমিতে আলু ও সরিষা কেটে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এই দেরির কারণে এখন ধান কাটার মৌসুম পড়েছে বৃষ্টির মধ্শ্মউপজেলার নুরুল্লাবাদ গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, আমন ধান কাটার পর তিন বিঘা জমিতে আলুর চাষ করি। এরপর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ধান আর ঘরে তুলতে পারছি না। ক্ষেতেই ধান পচে যাচ্ছে। খুব বিপদে আছি।

একই গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, সুযোগ বুঝে কিছু ধান কেটেছি, কিন্তু শুকাতে না পারায় ধান আবার ভিজে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে। গত ৫-৬ দিনে একদিনও পুরো শুকনো দিন পাইনি। আরো একজন কৃষক বলেন, বোরো ধান রোপণের সময় আমি সার ও কীটনাশক বাকিতে কিনেছি। এখন শুরু হয়েছে হালখাতার মৌসুম। বাকি পরিশোধের জন্য আমাকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে পারিনি। এ অবস্থায় দোকান বাকি পরিশোধের কোনো উপায় দেখছি না।

উপজেলার আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দেরিতে রোপন করা বোরো ধান সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই কাটা মাড়াই শুরু হয়। কিন্তু এবছর ঘন ঘন বৃষ্টির কারণে সেই ধারা ব্যাহত হয়েছে। বৃষ্টি না থামলে ফলনের বেশ বড় একটা অংশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবীব বলেন, গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। রোদ না থাকায় কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটতে পারছে না। আবহাওয়া ভালো না হলে বিশ্বগ্রাম চরম ক্ষতির মুখে পড়বেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এবছর অতি বৃষ্টির কারণে দেরিতে রোপণ করা ধান কৃষকেরা কাটতে পারছেন না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে কৃষকদের দ্রুত ধান কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজও কোনো আশ্বাস পাইনি : নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন May 24, 2025
img
যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ জব্দের প্রথম পদক্ষেপে টিআইবির সাধুবাদ May 24, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত May 24, 2025
img
এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে : ইনকিলাব মঞ্চ May 24, 2025
img
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান May 24, 2025
img
কুমিল্লায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা May 24, 2025
img
৮০ ঘণ্টা পর অনশন ভাঙলেন তিন ছাত্রনেতা May 24, 2025
img
অটোপাসের মতো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি May 24, 2025
img
বিএনপির দাবি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ May 24, 2025
img
গুঞ্জন সত্যি হলো, প্রভাসের নায়িকা এবার তৃপ্তি May 24, 2025
img
দিনাজপুরে গ্রেফতার ৩৫ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০৮ জন May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শুরু May 24, 2025
অমিতাভের বদলে সালমান! ‘কৌন বানেগা ক্রোড়পতি’- তে রদবদলের গুঞ্জন May 24, 2025
ইউনূসেই আস্থা প্রবাসীদের, অনলাইনে চলছে রেমিট্যান্স শাটডাউন ক্যাম্পেইন May 24, 2025
img
এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছেছে May 24, 2025
img
‘কাগজে-কলমে হিসেব করে ক্রিকেট হয় না’, সিরিজ হারের পর সোহান May 24, 2025
img
যমুনায় পৌঁছেছে জামায়াতের আমিরের নেতৃত্বে প্রতিনিধিদল May 24, 2025
বিপাশা বসুর ফিটনেস রুটিন: কীভাবে ফিট হলেন তিনি? May 24, 2025
বাংলাদেশ ছোট দেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন: মেজর হাফিজ May 24, 2025
img
বিয়ে ছাড়াই ১৩ বছর কেটেছে, আরও ১৩ কেটে যাবে: ঐন্দ্রিলা May 24, 2025