নওগাঁয় টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে পাকা বোরো ধান, শঙ্কায় কৃষক

নওগাঁর মান্দায় কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাঠে পাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা। কিছু জমিতে ধান কাটা হলেও রোদ না থাকায় শুকাতে না পেরে তা আবার ভিজে যাচ্ছে। ফলে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের ফসল।

অবিরাম বৃষ্টির কারণে ধান শুকানোর সুযোগ না পেয়ে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে।

তাদের ভাষ্য, আমন ধান কাটার পর ওইসব জমিতে সরিষা ও আলুর চাষ হয়েছিল। এতে করে বোরো ধান রোপণে কিছুটা দেরি হয়। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই টানা বৃষ্টিপাত চলায় এখন তারা পাকা ধান কাটতে পারছেন না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল (২৩ মে) শুক্রবার বিকাল পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সাত দিনে গড়ে প্রতিদিন বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এ সময়ে সাধারণত আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির নজির সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। এ বছরের চিত্র পুরোটাই উল্টো। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আলু আবাদ হয়েছে ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এবং সরিষা হয়েছে ৫ হাজার ২০০ হেক্টরে। এসব জমিতে আলু ও সরিষা কেটে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এই দেরির কারণে এখন ধান কাটার মৌসুম পড়েছে বৃষ্টির মধ্শ্মউপজেলার নুরুল্লাবাদ গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, আমন ধান কাটার পর তিন বিঘা জমিতে আলুর চাষ করি। এরপর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ধান আর ঘরে তুলতে পারছি না। ক্ষেতেই ধান পচে যাচ্ছে। খুব বিপদে আছি।

একই গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, সুযোগ বুঝে কিছু ধান কেটেছি, কিন্তু শুকাতে না পারায় ধান আবার ভিজে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে। গত ৫-৬ দিনে একদিনও পুরো শুকনো দিন পাইনি। আরো একজন কৃষক বলেন, বোরো ধান রোপণের সময় আমি সার ও কীটনাশক বাকিতে কিনেছি। এখন শুরু হয়েছে হালখাতার মৌসুম। বাকি পরিশোধের জন্য আমাকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে পারিনি। এ অবস্থায় দোকান বাকি পরিশোধের কোনো উপায় দেখছি না।

উপজেলার আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দেরিতে রোপন করা বোরো ধান সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই কাটা মাড়াই শুরু হয়। কিন্তু এবছর ঘন ঘন বৃষ্টির কারণে সেই ধারা ব্যাহত হয়েছে। বৃষ্টি না থামলে ফলনের বেশ বড় একটা অংশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবীব বলেন, গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। রোদ না থাকায় কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটতে পারছে না। আবহাওয়া ভালো না হলে বিশ্বগ্রাম চরম ক্ষতির মুখে পড়বেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এবছর অতি বৃষ্টির কারণে দেরিতে রোপণ করা ধান কৃষকেরা কাটতে পারছেন না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে কৃষকদের দ্রুত ধান কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বলিউডের পর্দায় রণবীর বনাম ববি, আসছে নতুন অ্যাকশন সিনেমা Jul 15, 2025
img
ন্যায়বিচারকে সহজপ্রাপ্য করে তোলাই সংস্কারের মূল লক্ষ্য: প্রধান বিচারপতি Jul 15, 2025
img
আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না, যাচাই করুন এই ৪ টুলে Jul 15, 2025
img
ট্রাম্পের সঙ্গে থাম্বস আপ ভঙ্গিতে ইরানি ফুটবল রেফারি আলিরেজা Jul 15, 2025
img
৩১ বছরেই না ফেরার দেশে কে-ড্রামার কাং সিও হা Jul 15, 2025
img
নতুন আইন পাস করল ইরানের পার্লামেন্ট Jul 15, 2025
img
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মরিচ বাজারে কাঁচামরিচের মণ ১১ হাজার টাকা Jul 15, 2025
img
মিটফোর্ডের ঘটনার অন্যতম আসামি নান্নু গ্রেফতার Jul 15, 2025
img
বহিষ্কার করার পরে আর কি করতে পারি: আসাদুজ্জামান রিপন Jul 15, 2025
img
জেনে নিন দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম Jul 15, 2025
img
ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে পারেনি: দাবি ট্রাম্পের Jul 15, 2025
img
যুবদের জনসম্পদে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ Jul 15, 2025
img
এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই : হান্নান মাসউদ Jul 15, 2025
img
বাংলাদেশে বিনিয়োগে মিশরীয় উদ্যোক্তাদের আহ্বান রিজওয়ানা হাসানের Jul 15, 2025
img
ঘরের মাঠে মাত্র ২৭ রানে গুটিয়ে লজ্জায় ওয়েস্ট ইন্ডিজ Jul 15, 2025
img
আজ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ Jul 15, 2025
img
জার্মানি আবারও বিপজ্জনক হয়ে উঠছে: দিমিত্রি পেসকভ Jul 15, 2025
img
রুশ তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের Jul 15, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ১৯তম Jul 15, 2025
img
টাকা চুরির পর বাড়ির কাজের লোক আমাকে দেয়ালে চেপে ধরে: কাশিশ Jul 15, 2025