২০২৬ সালে বলিউডে আসছে এক নতুন রাজত্বের ঘোষণা—নাম ‘কিং’। শাহরুখ খানকে ঘিরে তৈরি এই সিনেমাটি এখন থেকেই হয়ে উঠেছে বলিউডের সবচেয়ে আলোচিত আর উচ্চ প্রত্যাশিত ছবি। ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে মাস হিরোর সংজ্ঞা পাল্টে দেওয়া শাহরুখ এবার ফিরছেন একদম অন্য রূপে—একজন ডার্ক, রুক্ষ, বাস্তবধর্মী খুনির চরিত্রে। ফরাসি সিনেমা ‘লিওন: দ্য প্রফেশনাল’-এর থেকে অনুপ্রাণিত এই গল্পে থাকবে তীব্র অ্যাকশন, আবেগ আর এক গভীর সম্পর্কের টানাপোড়েন।
প্রথমে সুজয় ঘোষের হাতে থাকলেও ছবিটি এখন নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘ওয়ার’ আর ‘পাঠান’-এর মতো ছবি দিয়ে বলিউডে গ্লোবাল অ্যাকশন মাপের নজির তৈরি করেছেন। তাই ‘কিং’ আর শুধু একটা সিনেমা নয়, এটি হতে চলেছে এক আন্তর্জাতিক মানের সিনেম্যাটিক ঘটনা। শাহরুখ মানেই যেখানে পর্দার ব্যাপ্তি দ্বিগুণ হয়ে যায়, সেখানে এই ছবি যে বিশাল কিছুর ইঙ্গিত দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
সবচেয়ে বড় চমক ছবির তারকাবহিনী। শাহরুখের সঙ্গে থাকছেন তার মেয়ে সুহানা খান, যিনি এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক করছেন। আছেন দীপিকা পাড়ুকোন, যিনি গ্ল্যামার আর ভারসাম্য এনে দিচ্ছেন মূল চরিত্রে। শাহরুখের বিপরীতে ভিলেন হিসেবে ফিরছেন অভিষেক বচ্চন—যার চরিত্র হতে যাচ্ছে রঙিন আর জটিল। পাশাপাশি থাকছেন রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, অর্জুন শেঠি, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ ও অভয় বর্মার মতো শক্তিশালী অভিনেতারা। এই কাস্টিংয়ে কেউই ‘ফিলার’ নয়—প্রত্যেকের উপস্থিতি লক্ষ্য ও পরিকল্পনার ফল।
শুটিং শুরু হচ্ছে ২০২৫ সালের ২১ মে, মুম্বাই থেকে। মুক্তির পরিকল্পনা ২০২৬ সালের ১ অক্টোবর। অ্যাকশন দৃশ্য, ভিএফএক্স, স্টান্ট—সবকিছুতেই যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক প্রযুক্তিবিদেরা। বিশাল বাজেট, বিশাল পরিকল্পনা আর এক বিশাল স্বপ্নকে সামনে রেখেই তৈরি হচ্ছে ‘কিং’।
গত দশকে এমন কাস্টিং বলিউডে দেখা যায়নি। ‘কলঙ্ক’, ‘ঠগস অব হিন্দোস্তান’, ‘ব্রহ্মাস্ত্র’ বা এমনকি ‘পাঠান’-এও এমন ভারসাম্যপূর্ণ তারকা জোট মেলেনি। ‘কিং’-এ প্রতিটি চরিত্রের পিছনে রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য, এমনকি সুহানার অভিষেক পর্যন্ত রাখা হয়েছে নাটকীয় ও অর্থপূর্ণ জায়গায়।
শেষ কথা, শাহরুখ খান আছেন কেন্দ্রে, দীপিকা গ্ল্যামার ও ভারসাম্যে, অভিষেক ফিরছেন ধূসর চরিত্রে, সুহানা করছেন আত্মপ্রকাশ। আর তাঁদের ঘিরে এক ঝাঁক বলিউডের শ্রেষ্ঠ অভিনেতা—‘কিং’ হতে যাচ্ছে শুধু ২০২৬-এর সেরা ছবি নয়, বরং গোটা দশকের সেরা তারকাবহুল প্রজেক্ট। এখন শুধু সময়ের অপেক্ষা—এই রাজত্ব কি কেবল পর্দায় সীমাবদ্ধ থাকবে, না বক্স অফিসেও ঝড় তুলবে?
এফপি