বেশি সংখ্যক বাংলাদেশি বন্দী রয়েছেন ভারতে

বিভিন্ন দেশের কারাগারে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

কোন দেশে কতজন বাংলাদেশি বন্দী রয়েছেন তারও একটি তালিকা সরবরাহ করেন মন্ত্রী। এর মধ্যে দেখা গেছে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাহরাইনে সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন।

এই তালিকা অনুযায়ী বিদেশের মাটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বন্দী রয়েছেন ভারতে। দেশটিতে সব মিলিয়ে বন্দী রয়েছেন ২০৪৯ জন।

হাজারের বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন এমন দেশের সংখ্যা তিনটি। আর শতাধিক বাংলাদেশি বন্দী থাকা দেশ ১৩টি।

পররাষ্ট্রমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী সৌদি আরবে ১২৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১১৫৬ জন, বাহরাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন, তুরস্কে ২৮০ জন, ইরাকে ২৭৫ জন, ইরানে ২৪৩ জন, যুক্তরাজ্যে ১২৬ জন, লিবিয়ায় ১২২ জন এবং গ্রীসে ১০৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন।

বাকি বাংলাদেশি বন্দীরা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে।

 

টাইমস/জিএস

Share this news on: