বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকও তিনি। খুব অল্প ক্যারিয়ারেই বলিউড ছাড়েন এ অভিনেত্রী।
ব্যক্তি জীবনে প্রচণ্ড সাহসী এ অভিনেত্রী। শৈশব থেকেই ছিলেন প্রতিবাদী। স্কুল জীবন থেকেই প্রতিবাদের ছাপ রেখেছেন। যৌন হেনস্তারও শিকার হয়েছিলেন অভিনেত্রী।
তবে সেসব সামলেছেন শক্ত হাতেই।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, সে সময় তিনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন।
অভিনেত্রী দিল্লিতে তার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘স্কুলে আমি মেয়েদের স্কুলে পড়তাম।
এর কারণ সেখানে কোনো ইভটিজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আসলে তা নয়। সেখানে সবই ছিল। স্কুলের বাইরে বের হলেই টিজিংয়ের শিকার হতাম।’
প্রীতি বলেন, ‘স্কুলে মেয়েরাও কম ছিল না।
‘তুমি জানো তোমার গোলাপী গাল, খুব হালকা ত্বক, এসব বেশ দারুন!’ এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো। মেয়ে বলে শুরুতে গায়ে মাখাতাম না। কিন্তু পরে তাদের সাবধান করে দিয়েছি। কিন্তু বাইরে ছেলেদের মুখ বন্ধ করাবো কীভাবে? তারা আমাকে জ্বালাতন করার চেষ্টা করত।’
অভিনেত্রী আরও বলেন, ‘একাধিকবার আমি এখানে সেখানে কয়েকজনকে থাপ্পড়ও মেরেছিলাম। তারপর আমার মনে হয় একদিন আমার ভাই আমাকে বলেছিল, তোমাকে হত্যা করা হবে, এসবের মধ্যে জড়িও না। এরপর আমি মুম্বাই চলে আসি। তবে মুম্বাই দুর্দান্ত ছিল। এখানে আমাকে টিজিংয়ের শিকার হতে হয়নি।’
তবে ব্যক্তি জীবনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও সাহসীকতার পরিচয় দিয়েছেন প্রীতি জিনতা। প্রীতির বয়স যখন ২৬ বছর, তখনই বলিউডে পরিচিত পান তিনি। তবে সে সময়েই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাড়িয়ে সাক্ষ্যও দিয়েছিলেন। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি।
ক্যারিয়ারের সুবর্ণ সময়েই বলিউড ছাড়েন প্রীতি। মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে ভারতের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল দল পাঞ্জাব কিংস-এর মালিক প্রীতি। নিজের দলের হয়ে নিয়মিত মাঠে দেখা মেলে তার।িএছাড়া দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। সামনে সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে প্রীতিকে।
টিকে/টিএ