মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত সিনেমা মির্জা। সিনেমা মুক্তির আগে বর্ধমানে গেলেন অঙ্কুশ। অঙ্কুশের হোম টাউন বর্ধমান। বুধবার বান্ধবী ঐন্দ্রিলা সেনকে নিয়ে তিনি গেছিলেন বর্ধমানে। বর্ধমানে গিয়েই অঙ্কুশ ঢুকে পড়েন তার ছোটবেলার এক বন্ধুর মিষ্টির দোকানে। ডায়েট ভুলে মিষ্টিতে ডুবে ছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা।
বন্ধুর মিষ্টির দোকানে কি রাবরি খেতে দেখা যায় অঙ্কুশকে। এমনকি অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলাকেও রাবরি খাইয়ে দেন তিনি। তারি এক টুকরো ঝলক উঠে এসেছে ক্যামেরার পর্দায়। জানা গেছে অঙ্কুশের বন্ধুটির নাম ভিকি। অঙ্কুশের বন্ধুর দোকান বর্ধমানে রামপ্রসাদের লাস্যির দোকান নামে বেশি পরিচিত।
অঙ্কুশ ঐন্দ্রিলাকে বর্ধমান এ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগীরাই। এদিকে ছবির প্রচারে গিয়ে বান্ধবীকে বোন বলে সম্বোধন করেন অঙ্কুশ। মজা করে অঙ্কুশ বলেন, “ঐন্দ্রিলা ১২ বছর ধরে আমার ছোট্ট বোন। ১২-১৩ বছর হলে ভাই-বোনই হয়ে যায়।” অঙ্কুশের এই কথাই রেগে যান ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা বলেন, “কেন আমি তো অঙ্কুশকে কাকু বলি।” উত্তরে অঙ্কুশ বলেন, “আসলে ও আমাকে কাকু বলে, কারণ আমার হিরোইনটা আমার জানু বলে”। ছবির প্রচারে এমনই খুনসুটি করতে দেখা যায় অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
অঙ্কুশ ঐন্দ্রিলা জুটির খুনসুটি এবার ধরা পড়বে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। ছবির প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন অঙ্কুশ। এই ছবির প্রচারেই রচনার দিদি নাম্বার ওয়ান শোতে হাজির হয়েছে দুজন। জি বাংলার তরফে অঙ্কুশ ঐন্দ্রিলার এপিসোডের প্রোমো প্রকাশিত হয়েছে। প্রোমোতে দেখা গেছে, হেডফোন রাউন্ডে এক মহিলা প্রতিযোগিকে রচনা প্রশ্ন করছন, ‘অঙ্কুশের পাশে ঐন্দ্রিলাকে দেখে কী মনে হচ্ছে তোমার?’ তিনি গেয়ে ওঠেন, ‘পরাণ যায় জ্বলিয়া রে…’। হাত মুঠো করে তেড়ে আসেন ঐন্দ্রিলা, এরপরই ঐ মহিলা প্রতিযোগিকে ফ্লায়িং কিস ছুঁড়ে দেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা।
সুমিত-সাহিলের পরিচালনায় অঙ্কুশকে দেখা যাবে মির্জার চরিত্রে। সিনেমায় মাছ বিক্রেতার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। সিনেমায় তার নাম মুসকান। দুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ধামাকাদার অ্যাকশনে ভরা থাকবে এই ছবি।
চলতি বছর ঈদে মুক্তি পাবে মির্জা। এই ছবির হাত ধরে তৃতীয় বার বড় পর্দায় আসতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি। অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ট্রেলার দেখে উৎসাহিত অনুরাগীরা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর।
আরআর/টিএ