দিল্লি থেকে বাংলাদেশি ফেরত পাঠানো বাড়ছে, ৬ মাসে সংখ্যা ৭৭০

কাশ্মিরের পহেলগামে গত ২২ এপ্রিলের হামলার পর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অন্তত ৫২০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটকের পর ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশ প্রায় ২২০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী ও ভিসার মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ৩০ বিদেশিকে আটক করে। এসব অভিবাসী ও বিদেশিকে নিজ নিজ দেশের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) কাছে হস্তান্তর করা হয়। এরপর রেল ও সড়কপথে দেশের পূর্বাঞ্চলে নিয়ে গিয়ে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর অবৈধ অভিবাসী ও বিদেশিদের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে দিল্লি পুলিশ। এই অভিযানে ৫২০ জনকে আটক করা হয়; তাদের মধ্যে ৪৭০ জন বাংলাদেশি অভিবাসী।

দেশটির পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, অবৈধ অভিবাসীদের আটকের পর গত এক মাসে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটি থেকে ৩-৪টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আগরতলা পাঠানো হয়েছে। গত ছয় মাসে ৭৭০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের শেষের দিকের এক নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ওই সময় দিল্লির ১৫টি জেলার পুলিশের উপ-কমিশনারদের অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের চিহ্নিত এবং আটক করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, দিল্লি পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নের সদস্য ও এফআরআরওর কর্মকর্তারা যৌথভাবে আটককৃত অভিবাসীদের ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে যান। সেখান থেকে তাদের বাসে করে সীমান্তে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফের সদস্যরা তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন।

পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি পুলিশকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও দ্রুত প্রত্যাবর্তনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ ৫টি অস্থায়ী আটক কেন্দ্র স্থাপন করে। পরে এফআরআরওর সঙ্গে সমন্বয় করে অভিবাসীদের আগরতলা ও পশ্চিমবঙ্গে পাঠানোর কাজ শুরু করে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ এখন পর্যন্ত ৩৪ হাচার ২৬৫ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীর তথ্য পর্যালোচনা করেছে। এর মধ্যে ৩৩ হাজার ২১৭ জনের কাগজপত্র সঠিক পাওয়া গেছে। এছাড়া বাকি ২৭৮ জনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ, ৩ ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলে আটক Nov 19, 2025
img
বক্স অফিসে আলোড়ন তুলতে প্রস্তুত আল্লু অর্জুনের নতুন চরিত্র Nov 19, 2025
img
বাংলাদেশের কাছে হারের পর ভারতের কোচের মন্তব্য Nov 19, 2025
img
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান Nov 19, 2025
img
নতুন অ্যাকশন ছবিতে টাইগার শ্রফ Nov 19, 2025
img

বরের বেশে মাঠে হাজির ভক্ত

হবু বউ বলেছিল ভারতকে না হারালে বিয়ে করবে না Nov 19, 2025
img
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে আজ সংলাপে বসছে ইসি Nov 19, 2025
img
সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজের সিদ্ধান্ত বহাল আদালতের Nov 19, 2025
img
প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ১-১ ড্র ব্রাজিলের Nov 19, 2025
রাজধানীর ৭ আসনে প্রার্থী নেই বিএনপির, কারা পাচ্ছেন জোটের টিকিট! Nov 19, 2025
কুমিল্লা নগরীতে বিএনপির প্রার্থী মনিরুল হকের গণমিছিল Nov 19, 2025
'বিএনপি চাপ প্রয়োগ করায় শেখ হাসিনা দূর্বল হয়ে গিয়েছে' Nov 19, 2025
img
ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড Nov 19, 2025
এএফ এশিয়া কাপে কোয়ালিফায়ার করা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ | Nov 19, 2025
হামজা-মোরসালিনদের হাত ধরে ঐতিহাসিক জয় বাংলাদেশের Nov 19, 2025
ঢাকায় ফেরত আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ Nov 19, 2025
নতুন টিভিসিতে ফিরলেন ঢালিউড কিং শাকিব খান Nov 19, 2025
img
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান Nov 19, 2025
img
চাঁদাবাজি ও জুলুম থেকে মানুষকে মুক্তি দিতে চাই : নুরুল হক নুর Nov 19, 2025
img
মধ্যরাতে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি Nov 19, 2025