মেসি-রোনালদোর যুগে ফিকে হয়েছে বহু ফুটবলারের নাম। তবে তাদের যুগেও আলো ছড়িয়েছেন যে তারকা, তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান যাদুকর নেইমার জুনিয়র। ক্যারিয়ারে একের পর এক চোটে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বয়সটা দেখতে দেখতে ৩৩ ছাড়িয়েছে।
সান্তোস থেকে ইউরোপ জয় করতে আসা নেইমার ‘সব জয়’ করে নিজের হৃদয়ের ডাকে আবারো ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে।
ক্যারিয়ারের শেষ সময়ে তাই ভক্তদের মনে প্রশ্ন আর কতদিন নেইমারের পায়ের যাদু দেখতে পারবেন তারা।
ভক্তদের কথা মাথায় রেখেই এবার ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জানিয়েছেন, যতদিন নিজের ইচ্ছামতো পারফর্ম করতে পারবেন, ততদিনই তিনি পেশাদার ফুটবল খেলে যাবেন।
সম্প্রতি নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসের সঙ্গে বছরের শেষ পর্যন্ত নতুন করে চুক্তি করেছেন সাবেক বার্সা ও পিএসজি তারকা নেইমার। তবে সেই চুক্তিতে রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অপশনও।
সম্প্রতি পারিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আয়োজিত এক বিশেষ সাক্ষাৎকারে নেইমারকে তার সঙ্গিনী ব্রুনা বিয়ানকার্দি প্রশ্ন করেন — কেন এখনো পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন?
এর জবাবে নেইমার বলেন, ‘ফুটবলের প্রতি যে ভালোবাসা এখনও আমার ভিতরে আছে তা আমাকে চালিয়ে নিচ্ছে। খেলতে চাওয়ার ইচ্ছা, মাঠে থাকার ইচ্ছা—এই জিনিসগুলোই আমাকে প্রতিদিন জাগিয়ে তোলে, অনুশীলনে যেতে উৎসাহ দেয়। ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। এটা সারাজীবন আমার সঙ্গেই থাকবে।'
তিনি আরও যোগ করেন, ‘একসময় ইচ্ছা হারিয়ে যাবে, যখন দেখবো আমার মতো করে আমি আর পারফর্ম করতে পারছি না। তবে যতদিন খেলতে চাওয়ার ইচ্ছা থাকবে, ততদিন ফুটবলের সঙ্গে তোমাদের আমাকে ভাগ করে নিতে হবে।’
সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর চলতি বছর শুরুর দিকে সান্তোসে ফিরে যান নেইমার। তবে আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের হয়ে খেলার সময় এক গুরুতর এসিএল ইনজুরিতে পড়ায় সৌদি প্রো লিগে খুব কম সময়ই মাঠে দেখা গেছে তাকে।
চলতি বছর সান্তোসের হয়ে মাত্র ১৫টি ম্যাচে খেলেছেন নেইমার।
করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। একের পর এক চোটে জাতীয় দলের হয়েও ফেরা হয়নি তার।
ক্যারিয়ারে প্রায়শই জীবনযাপন ও আচরণ নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন নেইমার। তবে এ নিয়ে তিনি বলেন, ‘মানুষ কী ভাবছে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’
এই বিষয়ে দুঃখপ্রকাশ করে নেইমার বলেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে একটা দুঃখ থেকেই গেছে—সেটা হচ্ছে, যারা আমাকে চেনেই না, তারাও আমার নিয়ে মন্তব্য করেছে শুধু মাঠ নয়, মাঠের বাইরের বিষয়েও।’
তবে এসবকে মানসিকভাবে নিজের ওপর প্রভাব ফেলতে দেন না নেইমার।
নেইমার বলেন, ‘আমার ক্যারিয়ার একদিন শেষ হবে, আমার নাম ইতিহাসে থাকবে ঠিকই, কিন্তু সময় গড়াবে, নতুন প্রজন্ম আসবে, চলে যাবে।’
নেইমারের এই সাক্ষাৎকার ফুটবলপ্রেমীদের আবারও মনে করিয়ে দিল, মাঠের নায়করা শুধু খেলার জন্যই নয়—ভালোবাসার জন্যও খেলেন।
এমআর/টিকে