‘কাঁটা লাগা’ খ্যাত প্রয়াত অভিনেত্রী শেফালির প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালির সঙ্গে শেষ দেখা ও কথোপকথনের স্মৃতিচারণ করেছেন। তাদের সম্পর্কের তিক্ততা ছাপিয়েও কীভাবে শেষ মুহূর্তে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছিল তা তিনি তুলে ধরেন।
বিনোদন জগতে 'কাঁটা লাগা' গানের মাধ্যমে একসময় ঝড় তুলেছিলেন শেফালি জরিওয়ালা। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। ইউরোপে থাকায় শেফালির শেষকৃত্যে অংশ নিতে না পারলেও তার প্রাক্তন স্বামী হরমিত সিংও এই শোক প্রকাশ করেছিলেন। শেফালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হরমিত জানান, বছর দুয়েক আগে একটি শো'র জন্য তিনি বাংলাদেশ গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিমানেই শেফালির সঙ্গে তার অপ্রত্যাশিত দেখা হয়। সেই বিমান যাত্রায় তারা পাশাপাশি বসেছিলেন এবং দীর্ঘক্ষণ কথা বলেন।
হরমিত বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা আমাদের মধ্যে কথা হয়েছিল। খুব ভালো আলোচনাও হয়েছিল। এটা ঠিক যে শেফালি আর আমাদের মধ্যে নেই। এই যন্ত্রণা মেনে নেওয়াও কঠিন। তবে ও আজীবন আমার হৃদয়ের সঙ্গে জুড়ে থাকবে।’
উল্লেখ্য, ২০০৪ সালে হরমিত সিংয়ের সঙ্গে শেফালির বিয়ে হয়। প্রায় পাঁচ বছর সংসার করার পর ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। শেফালির ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই হরমিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তবে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না বলেই জানা যায়।
এসএন