কমেডির পর্দা ছেড়ে এবার রক্তাক্ত রাজনীতির ময়দানে বন্দুক হাতে ফিরছেন রাজকুমার রাও। মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘মালিক’, যেখানে দর্শক দেখতে পাবেন এলাহাবাদের (বর্তমানে প্রয়াগরাজ) রাজনৈতিক অপরাধ জগতের অন্ধকার অধ্যায়। ছবির ট্রেলারে দেখা মিলেছে এক নির্মম গ্যাংস্টারের রূপে রাওয়ের। এই ছবির পরিচালনা করেছেন পুলকিত। মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১১ জুলাই।
ট্রেলারে স্পষ্ট, রাজকুমার রাও এবার আর হাসির অভিনেতা নন, বরং ঠান্ডা মাথার এক শিকারি। এক দৃশ্যে দেখা যায় সরু করিডরে প্রতিপক্ষদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করছেন তিনি। ক্ষমতা দখলের এই রক্তাক্ত খেলায় নিজের প্রতিদ্বন্দ্বীদের একে একে সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা নেই তার। রাজকুমার রাও নিজেই জানিয়েছেন, এমন চরিত্রে অভিনয় করা তার জন্য সম্পূর্ণ নতুন এবং রূপান্তরমূলক অভিজ্ঞতা।
‘মালিক’ ছবিতে আরও রয়েছেন শক্তিশালী অভিনেতারা। সৌরভ শুক্লা অঞ্চলের এক প্রভাবশালী ব্যক্তির চরিত্রে যিনি মালিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন এক কঠোর পুলিশ অফিসারের ভূমিকায়। মানুশি ছিল্লার রয়েছেন মালিকের স্ত্রী শালিনী চরিত্রে, যিনি অপরাধের নিষ্ঠুর বাস্তবতা আর নিজের পরিণতির টানাপোড়েনে বন্দি। এছাড়া আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অংশুমান পুষ্কর ও স্বানন্দ কিরকিরে। বিশেষ একটি গানে পারফরম্যান্স করবেন হুমা কুরেশি।
ছবির আবহ পুরোপুরি ধুলো, ধোঁয়া আর রক্তের। নির্মাতারা এই গল্পে তুলে এনেছেন উত্তর ভারতের রাজনৈতিক অপরাধ জগতের নোংরা লড়াই, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার জন্য হাহাকার। ট্রেলারে স্পষ্ট হয়েছে ‘মির্জাপুর’ আর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো রুক্ষ বাস্তবতার ছাপ। সঙ্গীতে সাচিন-জিগার জুড়েছেন বিশৃঙ্খলা, উচ্চাকাঙ্ক্ষা আর হিংসার ছোঁয়া।
সব মিলিয়ে ‘মালিক’ হতে যাচ্ছে রাজকুমার রাওয়ের সবচেয়ে কঠিন ও দুঃসাহসী চরিত্রের ছবি। ট্রেলারের ভাষায় এটা শুধুমাত্র আরেকটি গ্যাংস্টার ছবি নয়, বরং ক্ষমতা ও প্রতিশোধের এক নিষ্ঠুর অভিযাত্রা। ১১ জুলাই মুক্তির জন্য এখন থেকেই তৈরি হচ্ছে দর্শক মহল।
ইউটি/এসএন