ডিসি স্টুডিওর সহপ্রধান জেমস গান জানিয়েছেন, তারা এখন কোরিয়া, জাপান ও ব্রাজিলে নতুন কিছু চলচ্চিত্র প্রকল্প তৈরি করছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিকল্পনা শুধু ভাবনা নয়, কাজও শুরু হয়ে গেছে।
ডিসি ইউনিভার্সে এই সিনেমাগুলো আলাদা বৈশ্বিক রূপ আনবে বলে আশা করা হচ্ছে। এতে সেসব দেশের ভাষা, শিল্পী ও নির্মাতারা কাজ করবেন। স্থানীয় গল্প বলার ধরণও রাখা হবে।
শোনা যাচ্ছে, কোরিয়ার যে সিনেমা তৈরি হতে পারে, সেখানে 'হান্ট্রেস' চরিত্রকে রাখা হবে। এই ছবির সঙ্গে ‘ভিলেনেস’ ছবির পরিচালক জং বিয়ং-গিল যুক্ত থাকতে পারেন। অভিনেত্রী পম ক্লেমেনটিয়েফ প্রধান চরিত্রে থাকতে পারেন বলেও আলোচনা আছে।
ডিসি স্টুডিও এমন করে তাদের বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছাতে চায়। তারা বিভিন্ন সংস্কৃতির গল্পকে গুরুত্ব দেবে। জেমস গান চান, পুরো ডিসি ইউনিভার্স যেন আরও বৈচিত্র্যময় হয়, কিন্তু একই সঙ্গে সব সিনেমার গল্পের মধ্যে সংযোগও থাকে। তার সঙ্গী পিটার সাফরান পুরো পরিকল্পনাটি সমন্বয় করছেন।
ডিসির এই উদ্যোগে নতুন কিছু গল্প, নতুন মুখ আর নতুন দেশীয় রঙ যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। এতে বিশ্বব্যাপী ডিসি ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।
আরআর/এসএন