বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এষা গুপ্তা । এত দিন এই প্রসঙ্গে চুপ থাকলেও এবার জানালেন, শুটিং সেটে তাঁদের সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত। এমনকি ঝগড়া-ঝাঁটি গড়িয়েছিল গালিগালাজ পর্যন্ত।
এষা জানান, সাজিদের সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই সহজ ছিল না। শুটিং চলাকালীন এক পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে তাঁকে সেট ছেড়ে বেরিয়ে আসতে হয়। এষা বলেন, “আমি সেই প্রজেক্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলাম।”
যদিও পরে প্রযোজক এবং সাজিদ খান নিজেই তাঁকে ফোন করে ক্ষমা চান। তবু সেই তিক্ততা সহজে মুছে যায়নি অভিনেত্রীর মন থেকে।
বিতর্কিত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এষা আরও বলেন, “কিছু মানুষ কথা বলার আগে ভাবে না, মাথা গরম হয়ে যায়। আমি এই বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।”
সব মিলিয়ে বলিউডে এক পরিচালক-অভিনেত্রীর সম্পর্কের জটিলতা আর সেটের অশান্তি ফের আলোচনায় উঠে এল এষার খোলাখুলি স্বীকারোক্তিতে।
এফপি/এসএন