চলচ্চিত্রের ব্যস্ততা পেছনে ফেলে ছুটির মেজাজে রয়েছেন টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজ আর শুটিংয়ের চাপে যতই সময় না থাকুক, নিজেদের রিচার্জ করতে মাঝেমধ্যেই নতুন গন্তব্যে পাড়ি দেন তাঁরা।
এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে কোথায় গেছেন তাঁরা—তা নিয়ে ছিল খানিকটা রহস্য। অবশেষে সেই রহস্য নিজেই ফাঁস করলেন শুভশ্রী। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নীল রঙের জাম্পসুট পরে সমুদ্রের ধারে হেঁটে চলেছেন শুভশ্রী, হাতে একটি টোট ব্যাগ। সেই ব্যাগেই লেখা—‘Sangri-La All Suites, Mauritius’।
এই ব্যাগই যেন ইঙ্গিত করে দিল, রাজ-শুভশ্রীর এবারের ছুটি কাটছে মরিশাসের এক লাক্সারি রিসর্টে।
মিনিমাল মেকআপ, শান্ত প্রকৃতির সঙ্গে একাত্ম শুভশ্রীর এই রূপ দেখে মুগ্ধ ভক্তরা। তবে এই ছুটির সফরের আরও মজার মুহূর্ত ঠিক কেমন কাটছে, তা জানার জন্য এখন অধীর অপেক্ষায় নেটদুনিয়া।
এদিকে, সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রীর ছবি ‘গৃহপ্রবেশ’। সামনে আগস্টে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এর মধ্যেই ছুটির ফাঁকে নিজেদের সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজ ও শুভশ্রী।
এই তারকা দম্পতির জীবনে কাজ আর ব্যক্তিগত সময়ের এমন সুমিত ভারসাম্য যেন আজকের ব্যস্ত জীবনের জন্য এক আদর্শ হয়ে উঠেছে।
এফপি/ টিকে