বিশ্বব্যাপী কর্মীসঙ্কোচনের কারণে এ বার ইসলামাবাদ থেকে ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিলো বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। দীর্ঘ ২৫ বছর ধরে দেশটির ডিজিটাল উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলো সংশ্লিষ্ট সংস্থাটি।
যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রের সংস্থাটি।
মাইক্রোসফটের পাকিস্তান ছাড়ার খবর প্রথম বার প্রকাশ্যে আনেন জাওয়াদ রেহমান। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটিতে ইসলামাবাদের ‘কান্ট্রি হেড’ হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
গত কয়েক বছর ধরে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি সে দেশে কর্মীসংখ্যা এবং কাজ কমিয়ে আনছিলো। জাওয়াদ জানিয়েছেন, এ বার পাকিস্তান থেকে পুরোপুরি ব্যবসা গুটিয়ে ফেলতে চাইছে মাইক্রোসফট।
উল্লেখ্য, ২০০০ সালের ৭ মার্চে পাকিস্তানে ব্যবসার গোড়াপত্তন করে মাইক্রোসফট। দীর্ঘ ২৫ বছর ধরে দেশটির ডিজিটাল উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সংস্থাটি।
লিঙ্কডইনের একটি পোস্টে জাওয়াদ জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশকের যাত্রার সমাপ্তি ঘটলো ২০২৫ সালে। কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই বহুজাতিক সংস্থার এমন সিদ্ধান্তে কাজ হারাতে পারেন দেশটির কয়েকশ কর্মী।
ইউটি/টিকে