টিজারেই ঝড় তুলল রামায়ণ, শুরুতেই রেকর্ড ভাঙার ইঙ্গিত!

ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার পথে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশ অভিনীত এই ছবির অফিসিয়াল টিজার অবশেষে মুক্তি পেয়েছে, এবং মুহূর্তেই তা ইন্টারনেট দুনিয়ায় সৃষ্টি করেছে অভূতপূর্ব উন্মাদনা।

আধ্যাত্মিক আবহ, চোখ ধাঁধানো ভিএফএক্স ও দৈবিক পরিবেশে সাজানো এই চলচ্চিত্রের টিজারকে অনেকে বলছেন, “ভারতীয় সিনেমার ইতিহাসের নতুন সূচনা।” অনেকে একে বলছেন ‘সিনেমাটিক মহাকাব্য’।

প্রথমে ‘রামায়ণ’ তৈরির জন্য বাজেট ধরা হয়েছিল প্রায় ৮৩৫ কোটি রুপি। কিন্তু সম্প্রতি প্রযোজকরা জানিয়েছেন, সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬০০ কোটিতে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। দুই পর্বে নির্মিত এই ছবির প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।



‘রামায়ণ’-এর লক্ষ্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের সিনেমা বাজার। পরিচালক নীতেশ তিওয়ারি যিনি এর আগে ‘দঙ্গল’ পরিচালনা করে বিশ্বব্যাপী প্রায় ২০৫৯ কোটি রুপি আয় করেছিলেন, এবার তিনি নিজের সেই রেকর্ড ভাঙার দিকেই তাকিয়ে আছেন।

ছবিটি মুক্তি পাবে আইম্যাক্স ও থ্রিডি সংস্করণে, একাধিক ভাষায়। এই মুহূর্তে ‘বাহুবলি ২’ এবং ‘পাঠান’ সর্বোচ্চ ওপেনিং ডে ও উইকেন্ড আয়ের রেকর্ড গড়েছে। তবে ‘রামায়ণ’ ধর্মীয় সংযোগ, প্যান-ইন্ডিয়া তারকা এবং উৎসবকেন্দ্রিক মুক্তির জন্য এই রেকর্ডও ভাঙতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

বিশ্বজুড়ে সর্বাধিক স্ক্রিনে মুক্তি পাওয়া ছবির তালিকায় ‘আরআরআর’ ও ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’ এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। তবে ‘রামায়ণ’ সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলেই আশা করা হচ্ছে।

‘দঙ্গল’-এর সাফল্য যে তিনি কাকতালীয়ভাবে পাননি, তা এবার আবারও প্রমাণ করতে চলেছেন নীতেশ তিওয়ারি। ঐতিহ্যবাহী কাহিনি নিয়ে ভক্তিপূর্ণ আবহ, অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিনয়ের মেলবন্ধনে তিনি এই প্রকল্পটি নির্মাণ করছেন, যা ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্তরে নতুন এক মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করছে চলচ্চিত্র বিশ্লেষক মহল।

এই মুহূর্তে বলা কঠিন যে, ‘রামায়ণ’ সত্যিই কি বিশ্বজুড়ে ফেনোমেনন হয়ে উঠবে। কিন্তু যতদূর লক্ষণ দেখা যাচ্ছে, এটি হতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম বড় অর্জন, শিল্প ও বাণিজ্যিক দিক থেকে। যদি গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটে, তাহলে এটি কেবল একটি ব্লকবাস্টার নয়, বরং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক সিনেমা হিসেবে ইতিহাসে স্থান করে নিতে পারে।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ইরানের প্রেসিডেন্টের Jul 07, 2025
img
বিমানে প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন শ্রদ্ধা, গোপন মুহূর্ত ফাঁস নিয়ে ক্ষুব্ধ রাভিনা Jul 07, 2025
img
জন্মদিনে প্রকাশ পেল ভারতীর জীবনের গোপন অধ্যায় Jul 07, 2025
img
মধ্যরাতে নারী ফুটবল দলকে সংবর্ধনার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম Jul 07, 2025
img
ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক Jul 07, 2025
img
তরুণদের নিয়ে সানেমের জরিপ: নির্বাচনে সর্বোচ্চ ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত-এনসিপি Jul 07, 2025
img
তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ Jul 07, 2025
img
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ Jul 07, 2025
img
সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই : আখতার হোসেন Jul 07, 2025
img
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম Jul 07, 2025
শাহরুখ-ঋত্বিকের স্বপ্নের চরিত্রে রণবীর! Jul 07, 2025
অনিয়মে গড়া ভবন ভাঙলো রাজউক; স্বপ্নের বাসা নিয়ে একজনের আর্তনাদ! Jul 07, 2025
img
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান প্রধান উপদেষ্টার Jul 07, 2025
img
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করলেন আসিফ মাহমুদ Jul 07, 2025
img
বাংলাদেশি স্পিনারদের মোকাবেলায় বিশেষ পরিকল্পনা করছে শ্রীলঙ্কা Jul 07, 2025
img
বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহনন Jul 07, 2025
img
চীনের সমর্থন ইস্যুতে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের সেনাপ্রধান Jul 07, 2025
img
রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি Jul 07, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল নেত্রীর Jul 07, 2025
img
নারী নিয়ে রেস্ট হাউজে যাওয়ায় মহেশপুর থানার ওসি প্রত্যাহার Jul 07, 2025