বলিউডের পর্দা জুড়ে এখন একটাই আলোচনা-রণবীর কাপুর। শোনা গিয়েছিল শাহরুখ খান হবেন ‘ধুম ৪’-এর পরবর্তী তারকা, কেউ কেউ ভেবেছিলেন ‘রামায়ণ’-এ ভগবান রামের ভূমিকায় থাকবেন হৃতিক রোশন। কিন্তু সব জল্পনা ভেঙে দিয়ে এককভাবে এই দুই চরিত্রে হাজির হচ্ছেন রণবীর। কেউ বলছেন মাস্টারস্ট্রোক, কেউ আবার বলছেন এই বোঝা বইতে গিয়ে ভেঙেও পড়তে পারেন তিনি।
‘ধুম ৪’-এ রণবীরের চরিত্র হবে আগের চরিত্রগুলোর চেয়ে অনেক বেশি মস্তিষ্কপ্রধান, অনেক কম ঝলমলে। ২০২৬ সালের এপ্রিল থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। অন্যদিকে ‘রামায়ণ’-এর টিজারেই রণবীরের লুক দেখে চমকে উঠেছে দর্শক, যদিও ঈশ্বরীয় দীপ্তির অভাব রয়েছে বলেও মত দিচ্ছেন সমালোচকরা।
আসলে এই দুটি চরিত্র এমনই-এখানে শুধু ভালো অভিনয় করলেই চলবে না, ইতিহাস তৈরি করতে হবে। শাহরুখ খান যেমন ‘চক দে’ দিয়ে করেছেন, কিংবা হৃতিক যেমন করেছিলেন ‘যোধা আকবর’-এ। অনেকেই বলছেন, রণবীর সেই গভীরতা এবং মনঃসংযোগের অভিনেতা। তবে সমালোচনার গলায় শোনা যাচ্ছে, এটা যেন জোর করে গ্ল্যামার চাপিয়ে দেওয়া কাস্টিং।
এখন প্রশ্ন, রণবীর পারবেন তো? নাকি এই দুটো চরিত্রই হয়ে উঠবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকি?
একটাই কথা-এখন পুরো বলিউড তাকিয়ে আছে রণবীরের দিকে। তিনিই হতে পারেন নতুন যুগের নায়ক, আবার এই বাজি ভেস্তেও যেতে পারে ইতিহাসের পাতায়।
টিকে/