তর্কসাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার দেশের অনেক তরুণকে উদ্বুদ্ধ করেছে করেছে ক্রিকেটার হতে, ওপেনিংয়ে ব্যাটিং করতে। পারভেজ হোসেন ইমনও এমনই একজন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে নিজের আদর্শ নিয়ে কথা বলেছেন এই ওপেনার। জানিয়েছেন, তামিমের পাশাপাশি বিরাট কোহলি এবং ট্রাভিস হেডকেও অনুসরণের কথা।
ক্রিকেটারদের মধ্যে এমন খেলোয়াড় খুব বিরল যে কিনা কাউকে আদর্শ মনে করেন না। খেলোয়াড়দের এসব বিষয়ে গণমাধ্যম এবং সমর্থকদেরও আগ্রহ থাকে গগণচুম্বী। সদ্য ওয়ানডে দলে পা রাখা পারভেজ ইমন কেবলই নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। আর তাই তাকে নিয়েও আগ্রহ বাড়তে শুরু করেছে।
আজ (৮ জুলাই) পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে ব্যক্তিগত একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পারভেজকে। আর সেই প্রশ্নেই উঠে আসে তামিম, হেড ও কোহলির নাম।
ক্রিকেটে আদর্শ কে, এমন প্রশ্নের উত্তরে ইমন বলেন, 'তামিম (ইকবাল) ভাইয়ের খেলা ফলো করতাম অনেক। বিরাট কোহলিও প্রায় শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে।’
ইমনের সঙ্গে চলমান সিরিজে বাংলাদেশের হয়ে ওপেনিং করছেন তানিজিদ হাসান তামিম৷ তামিমের সঙ্গে নামে মিল থাকা এই ওপেনারও নিজের আদর্শ মানেন তামিম ইকবালকে। তামিমের ব্যাটিং অনুসরণ করেই এই পর্যন্ত এসেছেন বলে বছর দুয়েক আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এই ক্রিকেটার।
কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৬৭ রান করেন ইমন। তার ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ। এর আগে পাকিস্তান এবং আরব আমিরাত সিরিজে বাংলাদেশের বেহাল দশা দেখা গেলেও ব্যাট হাতে অবিচল ছিলেন ইমন। এমন ব্যাটিংয়ের নেপথ্যে কী আছে বলতে গিয়ে ইমন জানান, স্বাভাবিক ক্রিকেটের প্রক্রিয়ায় ভরসা রাখেন তিনি।
ইমন বলেন, 'চেষ্টা করি আসলে পরিস্থিতি যেরকম সেভাবে খেলার। চেষ্টা করছি আমার যেটা ন্যাচারাল খেলা, সেভাবে খেলার।’
ওয়ানিন্দু হাসারাঙ্গা বিশ্বক্রিকেটেই এখন অনেক বড় স্পিনার। আর নিজেদের কন্ডিশনে এই স্পিনার তো রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করেন। দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির পর হাসারাঙ্গার বলে আউট হয়েছিলেন ইমন। ওই আউট নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।
ইমন বলেন, 'ও (হাসারাঙ্গা) ভালো বোলার। খুব বেশি টাফ টাইম দেয়নি আমাকে। আমি যে বলে আউট হয়েছি লাইনটা মিস করেছি। বিশ্ব ক্রিকেটে এখন লেগ স্পিনাররা অনেক গুরুত্বপূর্ণ। রিশাদ(হোসেন)ও ভালো করছে। সে সুযোগ পেলে ইনশাল্লাহ সেরাটা দিবে।’
নিজ দলের স্পিনারদের প্রশংসায় এই ওপেনার বলেন, 'আগের ম্যাচে যেভাবে (মেহেদী হাসান) মিরাজ ভাই, (শামীম হোসেন) পাটোয়ারী এবং তানভীর (ইসলাম) অনেক ভালো করেছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগছে।' পাল্লেকেলের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নিয়ে ইমন বলেন, 'এই ব্যাপারে (বৃষ্টির ব্যাপারে) কোনো কিছু এখনও জানি না। আমরা নরমাল ম্যাচের জন্য প্রস্তুত।’
আরআর/টিকে