মুক্তির পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে অনুরাগ বসুর পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। চারটি ভিন্ন জুটির গল্প নিয়ে তৈরি এই ছবিটি সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়ার গল্প বলে। সমালোচকদের মতে, এই ছবিটি মনের উপর গভীর প্রভাব ফেলবে। সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ালেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।
বক্স অফিস সংগ্রহ অনুসারে, ‘মেট্রো ইন দিনো’ ছবিটি চতুর্থ দিনে অর্থাৎ সোমবার প্রায় ২.৫০ কোটি রুপি আয় করেছে। রবিবারের তুলনায় এক ধাক্কায় কমেছে আয়। এর আগে ছবিটি শুক্রবার ৩.২৫ কোটি, শনিবার ৬ কোটি এবং রবিবার ৭.২৫ কোটি টাকা আয় করেছিল। ফলে ছবিটির এখন পর্যন্ত মোট বক্স অফিস সংগ্রহ ১৯.২৫ কোটি রুপি।
‘মেট্রো ইন দিনো’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির থিম থেকে অনুপ্রাণিত, তবে গল্প সম্পূর্ণ নতুন। এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের-সহ আরও অনেকে।
ছবিটি আজকের যুগের সম্পর্কের নানা পরত, একাকিত্ব এবং কর্মজীবনের জটিলতাগুলিকে সূক্ষ্মভাবে তুলে ধরেছে।