'রাশমিকা মান্দানা', যার নাম আজ দক্ষিণ থেকে হিন্দি সিনেমার দর্শকদের মুখে মুখে। 'পুষ্পা' আর 'অ্যানিমাল'-এর পর এবার তিনি ফিরছেন এক আবেগময়, নারীকেন্দ্রিক প্রেমের গল্পে। নাম ‘দ্য গার্লফ্রেন্ড’। সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাহুল রবিশঙ্কর।
এই ছবিতে রাশমিকাকে দেখা যাবে এক পোস্টগ্র্যাজুয়েট ছাত্রীর চরিত্রে। হায়দরাবাদের একটি ক্যাম্পাসে শ্যুটিং করার সময় নায়িকার নিজের কলেজজীবনের স্মৃতি যেন হু হু করে ফিরে আসে। তাঁর ভাষায়, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে ‘কিরিক পার্টি’-র শুরুদিনগুলোর কথা মনে পড়েছে। সেটে উপস্থিত একজন সূত্র জানিয়েছেন, “রাশমিকার চোখ কথা বলার আগেই হাসে। ক্যাম্পাসে শ্যুট করতে তিনি দারুণ উপভোগ করেছেন এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে যেতে চান।”
ছবির একটি রোম্যান্টিক গান এখন শ্যুট হচ্ছে হায়দরাবাদে, যেখানে রাশমিকার সঙ্গে আছেন দীক্ষিত শেঠি। এই গানটি ছবির শেষাংশে যুক্ত হয়েছে। সংগীত পরিচালনায় রয়েছেন হেশাম আব্দুল ওয়াহাব, যাঁর আবেগঘন সুরে আরও গভীরতা পাচ্ছে এই গল্প।
‘দ্য গার্লফ্রেন্ড’ হতে চলেছে রাশমিকার কেরিয়ারের প্রথম নারীকেন্দ্রিক প্রজেক্ট। বড় বাজেটের অ্যাকশন ও বাণিজ্যিক ছবির সফল যাত্রার পর এবার একক নায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। নিজেই বলেছেন, “এই ছবির আবেগ আর চরিত্রের জটিলতা আমাকে খুব টেনেছে। এমন কিছু করতে চেয়েছি যেখানে শুধু উপস্থিতিই নয়, পুরো গল্প আমার চারপাশে আবর্তিত হবে।”
ছবির টকি অংশ প্রায় শেষ। বর্তমানে এটি রয়েছে পোস্ট-প্রোডাকশনে। খুব শিগগিরই ঘোষণা হতে পারে মুক্তির তারিখ।
অনেকেই বলছেন, ‘দ্য গার্লফ্রেন্ড’ কেবল একটি প্রেমের ছবি নয়, বরং রাশমিকার অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক। অগণিত দর্শকের প্রিয় এই অভিনেত্রী প্রমাণ করছেন—তিনি কেবল মিষ্টি হাসি আর নাচের মধ্যে সীমাবদ্ধ নন, বরং অভিনয়ের গভীরতাতেও তিনি সমান দক্ষ।
এসএন