তেলুগু চলচ্চিত্র জগৎ এখন এক নতুন আলোচনায় সরগরম। গুঞ্জন ছড়িয়েছে যে মালয়ালম অভিনেত্রী মঞ্জিমা মোহন নাকি এনটিআর জুনিয়রের বিপরীতে দেখা যেতে পারেন আসন্ন পৌরাণিক ছবি ‘মুরুগা’-তে, যা পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এই জল্পনার সূচনা হয়েছে একটি বই থেকে আর সেটাই এখন ভক্তদের কৌতূহলকে আরও উস্কে দিয়েছে।
সম্প্রতি এনটিআর জুনিয়রকে দেখা গেছে আনন্দ বালাসুব্রহ্মণীয়নের লেখা ‘লর্ড মুরুগা’ বইটি পড়তে। কয়েক দিনের মধ্যেই মঞ্জিমা মোহন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সেই একই বইয়ের ছবি। এ দৃশ্য ভক্তদের চোখ এড়ায়নি। সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু হয়ে যায় — তিনি কি তবে ছবির কোনো চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন?
‘মুরুগা’ ছবিটি এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ছবিটি প্রযোজনা করবেন নাগা ভামসি, যিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে পরিকল্পনা চলছে জোর কদমে। পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস এই ছবির কাজ শুরু করবেন ভেঙ্কটেশের একটি প্রকল্প শেষ হওয়ার পর। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন মুরুগা তামিল পুরাণের যুদ্ধ ও জ্ঞানের দেবতা। মুরুগার জীবনে দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র — দেবাসেনা, স্বর্গরাজ্যের রাজকন্যা এবং ভাল্লি, এক আদিবাসী প্রধানের সাহসী কন্যা। মঞ্জিমা এই দুই চরিত্রের যেকোনো একটিতে অভিনয় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভক্তরা মনে করেন মঞ্জিমার চেহারা ও উপস্থিতি উভয় চরিত্রের জন্যই উপযুক্ত। তিনি ইতিমধ্যেই এনটিআর বায়োপিকে এক পৌরাণিক রূপে নজর কেড়েছিলেন। অন্যদিকে, ব্যক্তিগত জীবনে গৌতম কার্তিকের সঙ্গে বিয়ের পর কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে বড় কোনো ছবিতে সাইন করেননি। যদি ‘মুরুগা’-তে তাঁর জায়গা হয়, তবে সেটি হবে এক বড় মাপের প্রত্যাবর্তন — তাও আবার একটি উচ্চাভিলাষী পৌরাণিক কাহিনিনির্ভর ছবির মাধ্যমে।
যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু বই পড়া এবং তা শেয়ার করার বিষয়টি কেবল কাকতালীয় নাকি আসলেই কোনো ইঙ্গিত — তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন: যদি এই জল্পনা সত্যি হয়, তবে ‘মুরুগা’ হতে চলেছে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী।
এফপি/এস এন