সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে- এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও, মাঠে তার ফল আসছে না বলেও মত তার। ডাম্বুলায় যেকোনো মূল্যে জয়ে চোখ টাইগারদের। হাইস্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনার। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় তারা।
ডাম্বুলায় রোববার (১৩ জুলাই) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কোন্দলের। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমই-বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরম্যান্স বলছে সার্বিক পরিস্থিতির প্রভাব পড়ছে দলের উপর।
একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন, ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে একপেশে হার। প্রতিটা বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারও। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ।
যেখানে কখনোই কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই-বা কেমন করে? এই ভেন্যুর টি টোয়েন্টি যাত্রা যে গেলে বছর থেকে। তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। ২০১৭'তে দু ম্যাচের একটিতে জয় অন্যটি পরিত্যক্ত। আবার এর ৭ বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের সঙ্গে বাজেভাবে হেরেছিল লাল সবুজ।
এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমোট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর। যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। চার ওপেনার তত্ব কিংবা ব্যাট চালাতে পারা ১০ ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-২০'তে মাঠে নামছে না দল তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবার সাধারণ ভুলগুলো।
সংবাদ সম্মেলনে হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি, সেটা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। ভালো ব্যাটিং করতে হবে, প্রথম ৬ ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। (আগের ম্যাচে) চার ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম, কারণ জাকের অসুস্থ ছিল। অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। কিন্তু ফলাফল আসছে না।’
কলম্বো কিংবা, পাল্লেকেলের চেয়ে কিছুটা ব্যতিক্রম রাংগিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। শুধু খেলার অভিজ্ঞতাই নয়, আট বছর আগে এখানে চার উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে তাসকিন আহমেদের। অভিজ্ঞ এই পেসারকে বিশ্রাম না দিলে হতে পারেন তুরুপের তাস। তবে চিন্তার কারণ অধিনায়কের ব্যাটিং।
সিমন্স বলেন, ‘আমরা উইকেট দেখে একাদশ নির্বাচন করব। দলের জন্য যা ভালো হবে তা করব। উইকেট ভালো আছে। মাঠও বড়, অনেকটাই ক্যান্ডির মতো। লিটনের খারাপ সময় যাচ্ছে, এটা আমরা সবাই জানি। তবে সে ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছে।’
শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদসরা। জয়ের মাঝে থাকলেও, অনুশীলনে নেই কোনো ঘাটতি। এক ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়।
লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, ‘আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।
ক্রিকেটাররা দারুণ ছন্দে। আশা করছি এখানেও এই ছন্দ ধরে রাখবেন তারা। বাংলাদেশ ঘুরে দাড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।’
এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টিতে ১২ জয় লঙ্কানদের। বিপরীতে টাইগারদের জয় আছে ৬টি।
এফপি/ টিকে