‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী ও ভারতীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আব্দু রোজিককে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোর ৫টায় দুবাই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ২১ বছরের আব্দুকে আটক করা হয়। আব্দুর ম্যানেজমেন্ট কোম্পানি খবরটি নিশ্চিত করেছে।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রোজিককে।
তবে গ্রেফতারের সঠিক কারণ এখনও জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। আব্দুর টিমের এক প্রতিনিধি রয়টার্সকে বলেন, ‘আমরা এটুকুই বলতে পারি যে, চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে আমরা জানি। তিনি এর বেশি কিছু বলেননি বা দুবাই কর্তৃপক্ষও এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।’
এর আগে ২০২৪ সালে একবার রোজিককে জিজ্ঞাসাবাদ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি।
তবে দাবি করা হয়েছে সে মামলায় তাকে অভিযুক্ত হিসেবে সমন পাঠানো হয়নি।
তাজিকিস্তানে জন্ম নেওয়া ২১ বছরের আব্দু রোজিক শোবিজ অঙ্গনে বেশ পরিচিত নাম। ছোটবেলায় একটি জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার উচ্চতা বাড়েনি। পরিবারকে সামলাতে খুব অল্প বয়সেই রাস্তায় গান গেয়ে জীবিকা শুরু করেন তিনি।
এরপর একদিন সোশ্যাল মিডিয়ায় একটি ‘বুর্গির’ ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান। বর্তমানে আব্দু দুবাইয়ে কোটিপতি, বড় বড় তারকাদের বন্ধু। সালমান খানের সঙ্গেও তার দারুণ সম্পর্ক। ভারতের ‘বিগ বস ১৬’-এ এসে তিনি ভারতীয় দর্শকদের হৃদয় জিতে নেন। তার মিষ্টি ব্যবহার, মজার ভিডিও, আর সালমানের সঙ্গে দারুণ কেমিস্ট্রি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে তোলে।
শুধু তাই নয়, তিনি ‘ছোটা ভাইজান’ নামে সালমানের উপর একটা গানও বানান, যা বলিউড ভাইজানকেও মুগ্ধ করেছে। এরপর ‘খাতড়ো কা খিলাড়ি’ ও ‘লাফটার শেফ’-এর মতো শোতেও তাকে দেখা গেছে।
এমআর/টিকে