যতটা প্রত্যাশা ছিল, ততটা আলোড়ন তুলতে পারল না শানায়া কাপুরের বলিউড অভিষেক। আঁখোঁ কি গুস্তাখিয়াঁ সিনেমাটি মুক্তির তিন দিনে আয় করেছে মাত্র ১ কোটি ২০ লাখ রুপি। যদিও রবিবার সামান্য কিছু দর্শক বাড়লেও সামগ্রিকভাবে ছবি নিয়ে সাড়া মেলেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শানায়া কাপুরের প্রথম ছবি হিসেবে আঁখোঁ কি গুস্তাখিয়াঁ নিয়ে আলোচনার ঝড় উঠেছিল অনেক আগেই। করণ জোহর প্রযোজিত, বিক্রান্ত ম্যাসির মতো দক্ষ অভিনেতা থাকায় প্রত্যাশাও ছিল যথেষ্ট। তবে বাস্তবে ছবিটি দর্শক ধরে রাখতে পারেনি। ‘দ্য আইজ হ্যাভ ইট’ নামের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত এই প্রেমকাহিনি আবেগী গান ও অভিনয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রশংসা পেলেও, দুর্বল সংলাপ ও বাজে নির্মাণ পুরো অভিজ্ঞতাকে নিস্তেজ করে দিয়েছে।
বিভিন্ন শহরে প্রাইম টাইমেও হলে দর্শক সংখ্যা ২০ শতাংশের বেশি ছিল না। কিছু অঞ্চলে রাতের শো একেবারে শূন্য দর্শক নিয়েই শেষ হয়েছে। এই সব লক্ষণই ইঙ্গিত দিচ্ছে, সিনেমার ভবিষ্যৎ থিয়েটারভিত্তিক মুক্তির জন্য অনুকূল নয়।
প্রথমে বেধড়ক নামের একটি প্রকল্প দিয়ে শানায়ার বলিউড যাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেটি বাতিল হয়ে যায়। অবশেষে আঁখোঁ কি গুস্তাখিয়াঁ দিয়েই বড় পর্দায় পা রাখলেন তিনি। কিন্তু ছবিটির বক্স অফিস পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, এটি হয়তো শানায়ার কাঙ্ক্ষিত ‘ড্রিম ডেবিউ’ হয়ে উঠল না।
যদিও এখনো হাতে সময় রয়েছে, তবে শুরুটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—নতুন প্রজন্মের তারকাদের লঞ্চে কি এখন গল্প ও নির্মাণকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত?
এফপি/এসএন