শচীনকন্যা সারা টেন্ডুলকার ও ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমান গিলের প্রেমের জল্পনা বহুদিন ধরেই ভারতে ‘টক অব দ্য টাউন’। দুজনকে প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও, তাদের মধ্যে যে কিছু একটা চলছে এমনটা মনে করেন অনেকেই।
সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। একই সময়ে পরিবারের সঙ্গে দেশটিতে আছেন সারা টেন্ডুলকারও। সেখানে আবারও আলোচনার তুঙ্গে দু’জন। মূলত একটি অনুষ্ঠান ঘিরে গুঞ্জন ঢালপালা মেলে।
লন্ডনে যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’ আয়োজিত একটা নৈশভোজে গিয়েছিলেন তারা। সেখানেই দেখা হয় দু’জনের। তারপরই শুরু জল্পনা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চলতি জুলাইয়ে নিজের সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে লন্ডনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেন যুবরাজ। ভারতীয় দল ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, ক্রিস গেইল ও রবি শাস্ত্রীরা। শচীনের সঙ্গে তার স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাও ছিলেন।
একটা ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন সারা। তার সামনে দিয়ে যাচ্ছেন শুভমান। হঠাৎ হাসিমুখে আড়চোখে সারার দিকে তাকান তিনি। শচীন কন্যা তখন তার দিকে তাকান কি না তা বোঝা যায়নি। আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে, শুভমানের পেছন দিকে বসে সারা। তিনি শুভমানের দিকে তাকিয়ে।
তবে সবচেয়ে বেশি যে ভিডিও ভাইরাল হয়েছে, তা শুভমানকে নিয়ে সতীর্থদের মশকরার। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও শুভমান। কিছুটা দূরে শচীন ও অঞ্জলি। তাদের পেছনে সারা। শচীনকে মঞ্চে ডাকা হচ্ছে। তাদের দিকে আলো পড়েছে। তাতে সারাকেও দেখা যাচ্ছে। সে দিকে শুভমান তাকাতেই জাদেজা, রাহুলরা হাসতে শুরু করেন। ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু একটা বলেনও তারা। তবে কী বলেন তা বোঝা যায়নি।
এই সব ভিডিও ও ছবি প্রকাশ্যে আসতে আরও একবার শুভমান ও সারাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই চলছে। প্রকাশ্যে তারা কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। শুভমান এ-ও জানিয়েছেন যে, তিনি কোনও সম্পর্কে নেই। এখন ক্রিকেট ছাড়া অন্য কোনো দিকে তার মন নেই। তার পরেও দু’জনকে নিয়ে জল্পনার শেষ নেই। তা আবারও উস্কে দিলো লন্ডনের ওই অনুষ্ঠান।
এসএন