তিনি ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। রবি কিষেণ মানেই পাটনা-বিহারে কাঁপন! বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অবশ্য একটা সময়ে তাঁর অবাধ বিচরণ ছিল। শাহরুখ খান, সলমন খান,
অক্ষয় কুমার থেকে জন আব্রাহামদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে বর্তমানে রবি রাজনীতির ময়দানেই বেশি ব্যস্ত। চব্বিশের লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির টিকিটে গোরখপুর কেন্দ্র থেকে জিতে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। তার পরই অবশ্য অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তবে সেসব বিতর্ক এখন অতীত! রবি কিষেণ বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘সন অফ সর্দার ২’-এর প্রচারে ব্যস্ত। আর কপিল শর্মার শোয়ে সেই ছবির প্রচার করতে গিয়েই ‘স্টার’-সাংসদের ব্যক্তিগতজীবন নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস হল।
সেলেবদের হাঁড়ির খবর বের করতে কপিলের জুড়ি মেলা ভার! কৌতুকের মোড়কে ঠিক ‘চরম প্রশ্ন’গুলি করে ফেলেন তিনি। এবার কপিলের এহেন রসিকতার শিকার রবি কিষেণ। সম্প্রতি কপিলের কমেডি শোয়ে উপস্থিত ছিলেন ‘সন অফ সর্দার ২’ টিম থেকে অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর, বিধু দাড়া সিং এবং রবি খোদ। সেখানে আচমকাই রবি কিষেণের উদ্দেশে কপিল মন্তব্য করেন, “আমি শুনেছি, রবি ভাই নাকি রোজ রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে তবেই ঘুমোতে যান।” একথা শুনে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। এবিষয়ে নেতা-অভিনেতার প্রতিক্রিয়ার আশা করেছিলেন সকলে। তবে মধ্যিখানে ফোড়ন কেটে অজয় দেবগন বলেন, “পুরুষরা যত বেশি অনুতপ্ত হয়, তত বেশি করে তাদের স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে হয়।” এরপর আর হাসি চেপে রাখতে পারেননি কেউ!

অজয় কিন্তু এখানেই থামেননি! তাঁর সংযোজন, “নেতাদের হাতে এই জন্যই মাইক ধরাতে নেই। আর কপিল তুমি তো পারলে প্রায় ওঁর মুখের মধ্যে মাইক ঢুকিয়ে দাও!” এরপর নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে মশকরা করার সুযোগও ছাড়লেন না অজয়। সর্দার-এর মন্তব্য, “সিধু পাজিকে দেখো একটা রুমাল ক্রিকেটের মাঠে, একটা রুমাল রাজনীতির জন্য আর এখানে তো পুরো চাদর বিছিয়ে দিয়েছেন।” তবে আদৌ কি সত্যিই রোজ রাতে স্ত্রীকে প্রণাম করে ঘুমোতে চান রবি কিষেন? কপিল শর্মা শোয়ের টিজারে আর সেই কারণ ব্যাখ্যা করা হয়নি। উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে বিশেষ পর্বটি সম্প্রচারিত হওয়া পর্যন্ত।
এমকে/টিএ