মোহিত সুরির নতুন ছবি সাইয়ারা দিয়ে বলিউডে পা রাখছেন নবাগত আহান পাণ্ডে। মুক্তির আগেই প্রশংসায় ভাসছেন এই তরুণ, তবে পরিচালক প্রথমে মোটেও আহানের প্রতি আশ্বস্ত ছিলেন না। বরং অডিশনে নাকি একেবারেই মুগ্ধ করতে পারেননি তিনি।
সম্প্রতি সাইরাস ব্রোচার এক আলাপচারিতায় মোহিত সুরি জানান, আহানের অফিসিয়াল অডিশন ছিল ‘ভীষণই সাদামাটা’। ক্যামেরার সামনে আহান ছিলেন গড়পড়তা, যেন নিজেকে ধরে রাখছেন, কনফিডেন্টও নন। তাই প্রথমে সাইয়ারা ছবির প্রধান চরিত্রে তাঁকে নেওয়ার কথা ভাবেননি পরিচালক।
কিন্তু এরপর ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অডিশনের পরদিন রাতে আহানকে নিয়ে ডিনারে যান মোহিত। রাতের কোনো এক সময়, হালকা মদ্যপ অবস্থায়, আচমকা আহান এক রেস্তোরাঁর বার টেবিলের উপর লাফিয়ে উঠে দমবন্ধ করা এক পারফরম্যান্স দেখাতে শুরু করেন।
পরিচালকের ভাষায়, “সেই ছিল আসল অডিশন। আমি সেই মুহূর্তেই বুঝে ফেলি, এই ছেলেটার ভেতরে কিছু আছে। ওর মধ্যে এমন এক আত্মবিশ্বাস আর জীবন্ততা ছিল যা ক্যামেরার সামনে পাওয়া যায় না।”
আজ যখন ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে এবং আহানের অভিনয় নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে, তখন স্পষ্ট হচ্ছে সেই বার-টেবিলের উন্মাদ মুহূর্তই বদলে দিয়েছিল তার ভাগ্য।
এমকে/টিকে