সাইয়ারা মুক্তির দিনে আবেগের ঢেউ, মোহিত সুরির ছবিকে ‘যাদু’ বললেন গায়িকা পলক মুচল
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’, আর তার আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ উন্মাদনা। নির্মাতা মোহিত সুরির সংবেদনশীল গল্প বলার ধরন বরাবরই দর্শক হৃদয় ছুঁয়েছে, আর এবারও ব্যতিক্রম হলো না।
সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে জনপ্রিয় গায়িকা পলক মুচল উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ছবিটির। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “অনেক দিন পর কোনো ছবি এতটা নাড়া দিল। সাইয়ারা কেবল প্রেমের গল্প নয় এটি এক যাত্রা, যেখানে আছে ব্যথা, আরোগ্য, সম্পর্ক ও চিরন্তন সংযোগের গল্প।”
এই সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করছেন দুই নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের অভিনয় প্রসঙ্গে পালক বলেন, “ওদের অভিনয় ছিল কাঁচা, বাস্তব, আর একেবারে হৃদয় থেকে আসা। এমন প্র্যাকটিসড অথচ প্রাকৃতিক অভিব্যক্তি বহুদিন পর দেখলাম।”
মোহিত সুরির সিনেমা মানেই একরাশ আবেগ আর আত্মার সঙ্গে কথা বলা গল্প। সেই ধারাবাহিকতায় ‘সাইয়ারা’কেও বলা হচ্ছে “একটি অনুভবময় অভিজ্ঞতা”। যদিও এখনই চূড়ান্ত প্রতিক্রিয়া বলা যায় না, তবে দর্শকেরা যে বড় পর্দায় এক সংবেদনশীল গল্পের সাক্ষী হতে যাচ্ছেন, তা স্পষ্ট।
এমকে/টিকে