সাকিব আল হাসান ভালো খেললে দলও জেতে। আরও একবার মিলল এর প্রমাণ। ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মিয়ামি ব্লেজ পেয়েছে দারুণ জয়, আর এতে বড় অবদান রেখেছেন সাকিব। টানা দুই হারে আসর শুরু করা দলটি এই জয়ে হালে কিছুটা পানি পেয়েছে, জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিল।
জর্জ টাউনে মিয়ামি ব্লেজ ও গ্র্যান্ড সায়মান ফ্যালকনসের মধ্যকার ম্যাচে* টস হেরে ব্যাট করতে নামলে ইনিংসের সূচনা করেন সাকিব ও শ্রীবৎস গোস্বামী। শ্রীবৎস ৫ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব। মাত্র ১১ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৯ রান করেন তিনি।
সাকিব বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করার পথে তিনি হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। তাদের ব্যাটে ভর করে শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান দাঁড়ায় মিয়ামির সংগ্রহ।
সাকিব বল হাতে নেন সপ্তম ওভারে। তার করা প্রথম ওভার থেকে ১০ রান নেয় ফ্যালকনস। পরের ওভারে সেহান জয়াসুরিয়া জোড়া উইকেট তুলে নেন পরপর দুই বলে। এতে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই পড়ে ফ্যালকনস। আলী মোহাম্মদ অবশ্য হাল ছাড়েননি। তবে ১৬ রান করে সাকিবের শিকার হন তিনি ৯ম ওভারে। শেষপর্যন্ত ১৩ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।
আগের ম্যাচে ২ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট পাওয়া সাকিব এদিন ২ ওভার বল করে ১৯ রান খরচায় একটি উইকেট পান।
এফপি/টিএ