ভারতকে হতাশ করে ইংল্যান্ডকে ‍সুখবর দিল আইসিসি

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিজেদের মাঠে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তবে তাদের হতাশ করে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালেরই আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে প্রথম দুই আসরের হোস্ট ইংল্যান্ডকে।

গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওই সময়ই ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি যে পরবর্তী ফাইনাল আয়োজনেরও দায়িত্ব পাবে সেই খবর দিয়েছিল দেশটির গণমাধ্যম। পরে এই সপ্তাহে সিঙ্গাপুরে হওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় একই সিদ্ধান্তই এলো। টেস্ট চ্যাম্পিয়নের একটি চক্র চলে তিন বছর ধরে। সেই অনুসারে পরবর্তী চক্র ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড।



এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল হয়েছিল ২০২১ সালে (সাউদাম্পটনে), এরপর ২০২৩ (দ্য ওভাল) এবং ২৫ (লর্ডস) সালের তিনটি ফাইনালই হয়েছে ইংল্যান্ডে। ভারতকে ২০২৭ টেস্ট ফাইনালের দায়িত্ব না দেওয়া প্রসঙ্গে আইসিসির ব্যাখ্যা– ‘সাম্প্রতিক ফাইনালেই আয়োজক হিসেবে ইসিবির সফল ট্র্যাক রেকর্ড’ দেখা গেছে।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনাল খেললেও রোহিত শর্মার দল ভারতের স্বপ্নভঙ্গ হয়। এবার তৃতীয় আসরে তারা আর ফাইনালে উঠেনি, একইসঙ্গে ফাইনাল আয়োজনের স্বত্ব চেয়েও ফিরতে হচ্ছে হতাশ হয়ে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক স্বত্ব পাওয়ায় আমরা অনেক আনন্দিত।

এখানে টেস্ট ক্রিকেটের প্রতি ভক্তদের আবেগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসার বিষয়টি স্বীকৃতি পেয়েছে আইসিসির এই সিদ্ধান্তে। ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া বড় প্রাপ্তি এবং পরবর্তী আসরগুলোর মতোই আমরা আইসিসির সঙ্গে সফলভাবে ফাইনাল উপহার দেওয়ার দিকে তাকিয়ে আছি।’

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ইংল্যান্ডের গ্রীষ্ম মৌসুম চলে জুন মাসে। ওই সময়ে ফাইনাল আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী আইসিসি। বিশেষ করে আইপিএল আসর শেষ হওয়ার পরপরই জুনে খুব কম দলেরই আন্তর্জাতিক সূচি থাকে। লর্ডসে গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সেখানকার টিকিট বিক্রি ও ব্যাপক দর্শক উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। এসব বিষয় লাল বলের শিরোপানির্ধারণী ম্যাচ আয়োজনে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে ইংল্যান্ডকে।

ইংল্যান্ডে টেস্ট ম্যাচের গ্রহণযোগ্যতা এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি সর্বমহলে প্রশংসা পেয়েছে। এ ছাড়া নিরপেক্ষ হিসেবে ম্যাচ আয়োজন করলেও গ্যালারি ভর্তি করার সামর্থ্যের কারণে কৃতিত্ব পায় ইসিবিও। অন্য কোনো দেশে ফাইনাল আয়োজন করার পর স্বাগতিক দল সেই ম্যাচে না থাকলে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকে যায়।

লর্ডসের সর্বশেষ ফাইনালে দর্শকদের গ্যালারিতে সরব অবস্থান ও পুরো আবহে মুগ্ধ হন আইসিসি সভাপতি জয় শাহ। পরবর্তী আসরগুলোর ফাইনালও লর্ডসে হবে কি না সেটি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সন্তান বাসায় না আসলে মায়ের মনে কি চলে শুধু মায়েরাই ভালো জানে : বর্ষা Jul 22, 2025
img
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট Jul 22, 2025
img
সুনামগঞ্জ সীমান্তের চেলা নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ Jul 22, 2025
img
‘আমি তাদের দেইনি বলে তারা ক্ষুব্ধ’, মুত্র পান প্রসঙ্গে জবাব দিলেন অভিনেতা পরেশ Jul 22, 2025
img
মাইক্রোসফটের সার্ভার হ্যাক, ১০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল Jul 22, 2025
img
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা Jul 22, 2025
ঘটনাস্থলের পাশেই পড়ে আছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ছুটির আবেদন Jul 22, 2025
img
পাকিস্তানে বন্যায় ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১৫ Jul 22, 2025
img
মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর Jul 22, 2025
img
দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট Jul 22, 2025
img
ধর্মতলার সমাবেশে অসুস্থ শতাব্দী ও শত্রুঘ্ন, চিকিৎসার জন্য হাসপাতালে! Jul 22, 2025
img
কষ্ট সহ্য করতে পারিনি, তাই রক্ত দিতে চলে এসেছি Jul 22, 2025
img
ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে: কল্কি কেকলাঁ Jul 22, 2025
যে ৩টি কাজে আল্লাহ রাগান্বিত হন | ইসলামিক জ্ঞান Jul 22, 2025
স্থগিত করা হল এইচএসসি ও সমমানের পরীক্ষা Jul 22, 2025
শেখ মুজিবকে কটাক্ষ করে যা বললেন দুদু Jul 22, 2025
জানা গেল যে ক্লাসের উপর বিমানটি পড়েছিল সেটির উপস্থিতির সংখ্যা Jul 22, 2025
গভীররাতে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল মাইলস্টোন। কারণ জানালেন শিক্ষার্থীরা Jul 22, 2025
বিমান বিধ্বস্তের ঘটনায় যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী Jul 22, 2025