আবারও আলোচনায় হিলারির ইমেইল কেলেঙ্কারির মামলা

ডেমোক্রেটিক রাজনীতিক ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির মামলা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সদ্য প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, ওবামা প্রশাসনে দায়িত্ব পালনকালে হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার এবং অতি গোপন নথিপত্রের ভুল ব্যবহারের অভিযোগের বিষয়টি ঠিকমতো তদন্ত করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

২০১৮ সালের জুনে মার্কিন বিচার বিভাগের ইনস্পেক্টর জেনারেলের একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এফবিআই এক ‘গোপন সূত্র’ থেকে কিছু থাম্ব ড্রাইভ পায়। যাতে সাইবার অনুপ্রবেশের মাধ্যমে সংগৃহীত সরকারিভাবে সংবেদনশীল তথ্য এবং তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ইমেইলও ছিল।

অথচ এফবিআই সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ‘উপেক্ষা’ করেছে বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে। ওই রিপোর্ট সামনে আসার কয়েকদিনের মধ্যেই মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অভিযোগ করেন, ওবামা প্রশাসন ইচ্ছাকৃতভাবে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সংযোগ নিয়ে ‘মিথ্যা প্রচারণা’ চালিয়েছিল। রিপাবলিকানরা এর মধ্যেই এফবিআই ও ওবামা প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

মার্কিন সিনেটর চাক গ্রাসলির কার্যালয় সোমবার (২১ জুলাই) মার্কিন বিচার বিভাগের ‘ক্লিনটন অ্যানেক্স’ শীর্ষক রিপোর্টের উপর একটি বিবৃতি প্রকাশ করেছে।

তাতে অভিযোগ করা হয়েছে, তৎকালীন এফবিআই পরিচালক জেমস কোমি, উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাককেব, সাবেক এজেন্ট পিটার স্ট্রজোক এবং অন্যরা গোপন সূত্র থেকে পাওয়া তথ্যগুলোতে নির্দিষ্ট তদন্ত চালাতে ব্যর্থ হয়েছেন, যদিও তাদের কাছে তদন্তের প্রাসঙ্গিক তথ্য ছিল।

গ্রাসলি বলেছেন, ‘সদ্য প্রকাশিত নথিটি থেকে এটা স্পষ্ট যে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার এবং অত্যন্ত গোপনীয় তথ্যের ভুল ব্যবহারের বিষয়ে এফবিআইয়ের তদন্তে প্রচেষ্টা এবং যথাযথ পরিশ্রমের চরম অভাব ছিল।’

হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান-প্রদান করেছিলেন। দীর্ঘ সময় ধরে আদান-প্রদান করা ইমেইলগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েরও উল্লেখ ছিল।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হওয়ার পর ইমেইল কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। বিরোধীদের অভিযোগ, অনিরাপদ সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন হিলারি। তবে ব্যক্তিগত সার্ভার ব্যবহারের কথা স্বীকার করলেও হিলারি দাবি করেন, তিনি ভুল কিছু করেননি।

বিষয়টি তুমুল বিতর্ক ও সমালোচনা শুরু হলে হিলারির ১৪ হাজার ৯০০ ইমেইল ও তাতে যুক্ত গোপন নথি খতিয়ে দেখার নির্দেশ দেন আদালত। বিষয়টি তদন্তের পর এফবিআই জানায়, তদন্ত করে ক্লিনটনের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এফবিআই পরিচালক কোমি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ইমেইল ব্যাবহার করা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, এই নিয়ে তদন্তের পর দেখা যাচ্ছে যে, ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ করাটা উচিত হবে না।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা Jul 23, 2025
img
শারীরিক জটিলতা কাটিয়ে বাড়ি ফিরলেন ৭৫ বছরের রাকেশ রোশান Jul 23, 2025
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Jul 23, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কাম্পালা, ঢাকার অবস্থান ২৩তম Jul 23, 2025
img
গাজায় অনাহারে একদিনে প্রাণ গেল ১৫ জনের Jul 23, 2025
img
ঢালিউডের ক্লাসিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার ধারাবাহিক রূপে! Jul 23, 2025
img
মেয়ের জন্মের পর কোন আশঙ্কায় ভুগছেন অভিনেত্রী রিচা? Jul 23, 2025
img
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিল সৌদি আরব Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
জামালপুরে হার্ডবোর্ডের চাপায় প্রাণ গেল ১ ব্যবসায়ীর Jul 23, 2025
img
ধারে এমিলিয়ানো মার্তিনেজকে ছাড়তে রাজি নয় অ্যাস্টন ভিলা Jul 23, 2025
img
মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
বিধ্বস্তের আগ মুহূর্তে কন্ট্রোলরুমের সাথে পাইলটের শেষ কথা Jul 23, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি করল ফিলিপাইন Jul 23, 2025
img
ফের ইউনেস্কো থেকে বের হচ্ছে যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো শক্ত অবস্থান নিতে পরামর্শ দিলেন আসিফ নজরুল Jul 23, 2025
img
৩ বছর পর শুটিং শেষ ‘কান্তারা: চ্যাপ্টার ১’ আসছে অক্টোবরে Jul 23, 2025
img
“সিতারে জমিন পর” চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন ফারহান আখতার! জানালেন আমির খান Jul 23, 2025
img
মাঠ থেকে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন উচ্ছ্বসিত তামিম Jul 23, 2025
img
রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ‘ডিয়ার ডায়রি’ Jul 23, 2025