নোটিশ টানানো 'অফলাইনে বদলি বন্ধ', ভেতরে তদবিরের ভিড়!

'অফলাইনে বদলি' বন্ধ করে দেওয়ার নোটিশ টানানো হয়েছে। কিন্তু সন্ধ্যার পরও প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তরের মহাপরিচালককে দেখা গেছে নানা তদবির নিয়ে বসে থাকতে। সন্ধ্যা সাতটার দিকেও তাঁর কাছে আসছে একের পর এক বদলির তদবির। অথচ অধিদপ্তরের প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরেও নোটিশ টানানো আছে যে অফলাইনে বদলি বন্ধ। এদিকে এসব বিষয় নিয়ে 'গণমাধ্যমে কথা বলতে মানসিকভাবে প্রস্তুত নন' বলে জানিয়েছেন ডিজি আবু নূর মো. শামসুজ্জামান।

২২ জুলাই দিনভর অধিদপ্তরে অবস্থান করে মহাপরিচালকের দেখা পাওয়া যায় সন্ধ্যার দিকে। সারাদিন কোথায় ছিলেন তিনি? জবাবে তাঁর কার্যালয় থেকে বারে বারে বলা হয়েছে তিনি মিটিংয়ে ব্যস্ত। মিটিং কোথায় জানতে চাইলে বলা হয়, তিনি মন্ত্রণালয়ে আছেন। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে কোনো বৈঠক বা ডিজির সেখানে যাওয়ার তথ্য জানা যায়নি। বন্ধ পাওয়া যায় তাঁর দেওয়া সরকারি নম্বর।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন স্কুলের শিক্ষকেরা নানা সমস্যা নিয়ে হাজির। তার একটি বড় অংশ 'তদবির'। হাতে হাতে কাঙ্ক্ষিত জায়গায় বদলির আবেদন। দেখা গেছে, কেউ যৌক্তিক কারণে বদলি চান। আবার কেউ বদলির ক্ষেত্রে বৈষম্যের শিকার। আবার কাউকে বদলির ক্ষেত্রে বিবেচনা না করে অন্য কাউকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বদলি করা হচ্ছে—এমন অভিযোগ আসছে একের পর এক।

কক্সবাজারের মহেশখালী থেকে কোলের শিশু ও কিশোরী মেয়েকে নিয়ে ভোর থেকে মহাপরিচালকের সাক্ষাৎ পেতে একজন শিক্ষিকা অপেক্ষা করছেন। দিনভর দেখা পাননি। যখন মহাপরিচালকের দেখা পাওয়ার মুহূর্ত এলো, তখন সন্ধ্যা। মহাপরিচালকের কক্ষের সামনেই দাঁড়িয়ে জানান, ছোট বাচ্চা নিয়ে সমুদ্র পারাপার হয়ে দীর্ঘ ৮ বছর ধরে কক্সবাজার থেকে মহেশখালীতে গিয়ে স্কুলে ক্লাস নেন। সম্প্রতি কক্সবাজার শহরের স্কুলে পদ খালি হলে তাঁর আবেদন বিবেচনা না করে আরেকজন শিক্ষিকাকে দেওয়া হয়েছে, যাঁর এখানে কোনো স্থায়ী ঠিকানা বা স্বামীর স্থায়ী ঠিকানা নেই।

শিক্ষা অধিদপ্তরের একই রকম একটি 'কেস স্টাডি' খতিয়ে দেখে বাংলাদেশ টাইমস।

২০২১ সালেও একই রকম একটি অনিয়ম হয় সিলেটে। ওই শিক্ষিকা শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়ে রায় নিয়ে আসেন। কিন্তু সেটাও অধিদপ্তর কর্ণপাত করেনি। সম্প্রতি সেটি মন্ত্রণালয়ের নজরে আনা হয়। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দেয় অধিদপ্তরকে। এ নির্দেশের ২০ দিন অতিবাহিত হলেও ফাইল কোন অবস্থায় আছে, সেটি জানা যায়নি। এরকম বদলি সংযুক্তির ক্ষেত্রে পদক্ষেপ নেয় পলিসি বিভাগ। কিন্তু দিনভর পলিসি বিভাগের মহাপরিচালক বা তাদের কর্তাব্যক্তিদের কাউকে কক্ষে পাওয়া যায়নি।



মহাপরিচালক মন্ত্রণালয়ের নির্দেশনার কপি হাতে পেয়ে তাঁর পিএসকে ধরিয়ে দেন আগামীকাল মনে করিয়ে দেওয়ার জন্য।

এ সময় তাঁর সামনে আরও বহু আবেদন ও তদবির অপেক্ষা করছে। একে একে তারা সামনে এসে কথা বলছেন। গাজীপুর ট্রাফিক পুলিশের 'ডিসি' পরিচয় দিয়ে একজন তাঁর আত্মীয়ের বদলির বিষয়ে সুপারিশ নিয়ে এসেছেন। এ সময় মহাপরিচালক তাঁকে বলে দিয়েছেন, অফলাইনে বদলি বন্ধ। ডিসেম্বরের দিকে শুরু হলে তখন চেষ্টা করতে হবে। মহাপরিচালকের এমনটা বলার পরও বসেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। পাশের লেখক পরিচয় দেওয়া আরেকজন তদবিরের অপেক্ষায়। সারাদিন মহাপরিচালক কোনো কিছু না খেয়ে সময় দিচ্ছেন—এমনটা বলে ডিজি'র নজরে আসার চেষ্টা করেন তিনি।

৩০ মিনিট মহাপরিচালকের কক্ষে অবস্থান করে এই চিত্রই দেখা যায়। এরকম নানা আবেদন, বদলি আর তদবির নিয়ে অন্তত ২৫-৩০ জনকে দেখা যায় মহাপরিচালকের কক্ষে।
নাম প্রকাশ না করে একজন বিদ্যালয় শিক্ষিকা জানান, 'বলা হয়েছে অফলাইনে বন্ধ—কিন্তু এটা শুধু পোস্টারে। বাস্তবে অফলাইনে তলে তলে বদলি হচ্ছে।'

আরেকজন শিক্ষিকার প্রশ্ন, তিনি অনলাইনে ঢুকতেই পারেননি। তাহলে কেন বলা হচ্ছে অনলাইনে বদলির আবেদন করতে হবে?

সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রাথমিক স্কুলের শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা সচিবের সঙ্গে মহাপরিচালকও ছিলেন প্রধান উপদেষ্টার সেই বৈঠকে। প্রধান শিক্ষক নিয়োগ-বদলি সহ বিদ্যালয় ও শিশুদের বিষয় যেসব নির্দেশনা ছিল, তার কতটা পালন করছে অধিদপ্তর? কী কী উদ্যোগ নেওয়া হয়েছে গেল এক সপ্তাহে? এসব প্রশ্নের উত্তরে মহাপরিচালক কথা বলতে একদমই রাজি হননি। মহাপরিচালক সাফ জানিয়ে দেন, তিনি দুঃখিত; গণমাধ্যমে কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে তিনি নেই। তিনি এও বলেন, তাঁর সাক্ষাৎ পেতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এ সময় তাঁর সাক্ষাতের বিষয়টি তাঁর দরজায় লেখা রয়েছে জানালে তিনি বলেন, এই সাক্ষাৎ সময়সূচি সাংবাদিকের জন্য নয়।

এ সময় তাঁর কাছে তাঁর সুবিধাজনক সময়ে সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি সেটাও জানাতে পারেননি। তিনি তাঁর পিএসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। সাক্ষাৎকারের কোনো সময় দেননি পিএস (শিক্ষা অফিসার)।

এদিকে শিক্ষা অধিদপ্তরে দিনের বেলা শুধু মহাপরিচালক অনুপস্থিত নন; সারাদিন কক্ষে দেখা যায়নি পলিসি ও অপারেশন বিভাগের পরিচালককে। মন্ত্রণালয় নির্দেশিত কপি ও বদলি-সংযুক্তির ক্ষেত্রে পদক্ষেপ নেয় এই বিভাগ। কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি অধিদপ্তরে।

(প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুর্নীতি, অনিয়ম ও বদলি বাণিজ্য নিয়ে আপনার অভিযোগ বা কোন তথ্য থাকলে জানান। দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে সেসব)

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রথমবারের মতো পরিচালকের আসনে ইমন সাহা Nov 04, 2025
img
ব্রাকসু নির্বাচন পরিচালনায় ৬ সদস্যের কমিশন গঠিত Nov 04, 2025
img
বাংলাদেশে তুলা রপ্তানিতে জটিলতার সমাধান চান মার্কিন তুলা রপ্তানিকারকরা Nov 04, 2025
img
আবারও উপস্থাপনায় ফিরছেন তাহসান খান Nov 04, 2025
img
ভিসা বাতিলের পরিকল্পনা কানাডার, ভারতীয় ও বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ Nov 04, 2025
img
মেয়ের সামনেই অটোচালকের হাতে হেনস্তার শিকার অভিনেত্রী Nov 04, 2025
img
জাতীয়-আন্তর্জাতিক দিবসের সংশোধিত তালিকা প্রকাশিত Nov 04, 2025
img
ঠাকুরগাঁওয়ে চিচিঙ্গার কেজি ২, লাউ ৪ টাকা Nov 04, 2025
img
দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান আমিনুল হক Nov 04, 2025
img
সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য Nov 04, 2025
img
মারা গেছেন তিনবার অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী ডায়ান ল্যাড Nov 04, 2025
img
রাজধানীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ Nov 04, 2025
img
আবুধাবি টি-টেনে একই দলে সাকিব ও জেসন রয় Nov 04, 2025
img
৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত Nov 04, 2025
img
নীরবতায় কেটে গেল প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন Nov 04, 2025
img
না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মতলুব আলী Nov 04, 2025
img
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা Nov 04, 2025
img
চাঁদাবাজি-পেশিশক্তির বিরুদ্ধে জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে লড়তে হবে: চরমোনাই পীর Nov 04, 2025
img
কানাডা কনসার্টে সময়মতো না পৌঁছানোয় তোপের মুখে মাধুরী দীক্ষিত Nov 04, 2025
img

ঘোষণা মেয়রের

চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবে না Nov 04, 2025