মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে বসা নিয়ে দুই পক্ষের দর্শকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার পৌর এলাকার বাঁশবাড়িয়া ফুটবল মাঠে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গাংনীর পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের রিপন আলীর ছেলে সামিউল (১৬), একই গ্রামের আলেকের ছেলে সাব্বির (১৫) ও বাঁশবাড়িয়া গ্রামের অলিউল্লাহর ছেলে রুবেল হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, খেলা শুরু হলে মাঠের গ্যালারিতে বসার জায়গায় নিয়ে উপজেলার বাঁশবাড়িয়া ও শিশিরপাড়া গ্রামের দর্শকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সামিউল ও সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এবং রুবেল হোসেন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি জানান, সামিউলের মাথায় ৬টি ও সাব্বিরের মাথায় ৫টি করে সেলাই দেওয়া হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলা দেখতে বসার জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমআর