পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে সেই পথে না হেঁটে বেঞ্চের শক্তি পরীক্ষায় নজর দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। দলে ছিলেন না পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনরা। মূলত ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বিশেষ করে বললে পেস বোলারদের জন্য৷
তবে দলের সিদ্ধান্ত সমর্থন করতে পারছেন না সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু৷ আজ রোববার গণমাধ্যমকে তিনি বলেন, '(টানা দুই সিরিজ জয়) বিরাট অর্জন। যেকোনো সিরিজ জয় সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস জোগায়।'
'শেষ ম্যাচে অনেকগুলো খেলোয়াড়কে দেখা হয়েছে। এই জায়গায় পরীক্ষা-নিরীক্ষা না করে... পাকিস্তানের সাথে একটা ভালো সিরিজ শেষ করার সুযোগ ছিল, এখানে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করলেও হতো।'-যোগ করেন তিনি।
সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই দলের শক্তিশালী কাঠামো গড়ে তোলা উচিত বলে মনে করেন নান্নু, 'যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের আর বেশি সময় নেই তাই একটা সম্পূর্ণ ২০ জনের স্কোয়াড প্রস্তুত রেখে এগোনো উচিত। সবচেয়ে ভালো খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত বেশির ভাগ ম্যাচগুলোতে।'
এমকে/টিএ