ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ভূমিকা রাখেননি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, গত ২২ এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ১৭ জুন যুদ্ধবিরতি ঘোষণা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো কথোপকথন হয়নি। আর কোনো পর্যায়েই চলমান ঘটনার সঙ্গে বাণিজ্য আলোচনার কোনো যোগ ছিল না।

আজ সোমবার (২৮ জুলাই) ভারতের সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উত্তপ্ত বিতর্ক চলাকালে এসব কথা বলেন জয়শঙ্কর। তার এই মন্তব্যে ট্রাম্পের দাবি পুরোপুরি খণ্ডিত হলো। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই নয়াদিল্লি ও ইসলামাবাদকে যুদ্ধ থেকে বিরত রেখেছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর শুরু হওয়া এই সংঘাত থামাতে বাণিজ্য চুক্তির প্রলোভন দেখিয়েছিলেন। তবে ভারত ট্রাম্পের এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করতে দেওয়ার কথাও নাকচ করেছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী মোদি নিজেও জুনের মাঝামাঝি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে স্পষ্ট করেন, জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে মধ্যস্থতার প্রশ্নই আসে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ‘আমি বলেছিলাম, ভাইসব, পারমাণবিক ক্ষেপণাস্ত্র না ছুড়ে তোমরা বরং নিজেদের তৈরি করা দারুণ সব পণ্য বিনিময় করো।’ তার দাবি, ‘ভারত-পাকিস্তান সমস্যা আমি ঠিকঠাক মিটিয়ে দিয়েছি।’

তবে জয়শঙ্কর তার আগের অবস্থানেই অনড়। তিনি বলেন, ‘১ জুলাই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যখন ফোন করেছিলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলাম। সে সময় যে আলাপ হয়, তাতে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না।’

এ ছাড়া ১ জুলাই এক মার্কিন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর জানান, ৯ মে রাতে মোদি ভ্যান্সকে ফোন করে বলেন, পাকিস্তান একটি ‘ভয়াবহ হামলার’ পরিকল্পনা করছে। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলে পাকিস্তানের সামরিক বাহিনীই শান্তি আলোচনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে। জয়শঙ্কর আরও জানান, পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানান, পাকিস্তান এখন আলোচনায় রাজি। এরপরই পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগের ডিজিএমও ভারতের কাছে শান্তির প্রস্তাব পাঠায়।

বিদেশি প্রভাবের অভিযোগের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রনীতি কেউ বাইরে থেকে নির্ধারণ করে না। তিনি বলেন, ‘পহেলগামে হামলার পর আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জরুরি ছিল। এটি ছিল একটি স্পষ্ট বার্তা—ভারত তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদ সহ্য করে না।’

তবে সংসদে তার বক্তব্য চলাকালেই বিরোধীরা একাধিকবার বাধা দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বক্তব্য দেন।

জয়শঙ্কর আরও জানান, হামলার পর কূটনৈতিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা পাঠানো হয় এবং ১৯৬০ সালের গুরুত্বপূর্ণ সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ছাড়া ভারতের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ দেশগুলোতে পাঠানো হয়। তারা সেখানে ভারতের নতুন সন্ত্রাসবাদবিরোধী নীতির কথা ব্যাখ্যা করেন।

জয়শঙ্কর জানান, জাতিসংঘের ১৯০টি সদস্য দেশের মধ্যে মাত্র তিনটি দেশ ‘অপারেশন সিঁদুর’-এর বিরোধিতা করেছে। বিশ্ব সম্প্রদায় বিশ্বাস করেছে—ভারত আক্রান্ত হয়েছে এবং আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে।

সংসদে বক্তব্যের শেষে জয়শঙ্কর বলেন, ‘আমাদের মিত্র দেশগুলোকে স্পষ্টভাবে দুটি বার্তা দেওয়া হয়েছে—প্রথমত, সন্ত্রাসবাদ নিরসনে আমাদের জিরো টলারেন্স এবং নিজেদের জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নিয়ম থাকা সত্ত্বেও শাস্তি হল না রোনালদোর, বিশ্বকাপ নিয়ে শঙ্কা Nov 26, 2025
img
বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় ধরনের পরিবর্তন আনল ফিফা Nov 26, 2025
img
এরদোয়ানকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে তুর্কি সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড Nov 26, 2025
img
খালেদা জিয়া আমাকে বলেছিলেন, ‘তোমাকে অনেক দূর যেতে হবে’ : ড. শফিকুল ইসলাম মাসুদ Nov 26, 2025
img
হামলার পর রমরিময়ে বেড়েছে ক্যাফের আয়, কানাডার পার্লামেন্টেও ‘স্টার’ কপিল শর্মা! Nov 26, 2025
img
আর্টসেলের লিংকনসহ ২ জনের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা Nov 26, 2025
img

লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফের Nov 26, 2025
img
দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ বহাল Nov 26, 2025
img
শিল্পী হওয়ার প্রথম শর্ত হচ্ছে আত্মসম্মান বোধ থাকলে চলবে না: মনোময় ভট্টাচার্য Nov 26, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, কারাগারে কেমন আছেন ইমরান খান? Nov 26, 2025
img
পুলিশ বক্সে আশ্রয় নিয়েও রেহাই পেলেন না যুবদল কর্মী Nov 26, 2025
img
এখন বিয়ের জন্য আর কিছু বাকি থাকে না: মমতা শঙ্কর Nov 26, 2025
img
গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, জিএস পদ নিয়ে সিদ্ধান্ত পরে Nov 26, 2025
img
আমি বলিউডে অভিনয় করতে চাই: ঋত্বিক চক্রবর্তী Nov 26, 2025
img
নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন! Nov 26, 2025
img
খ্যাতির উল্টোপিঠটা মোটেই সুখকর নয়: গিরিজা ওক Nov 26, 2025
img
‘ডুবে ডুবে জল খাচ্ছিলেন’, এবার সাঁতার কাটতে ব্যবসায়ীকে নিয়ে ট্যুরে মালাইকা, ফাঁস ভিডিও! Nov 26, 2025
img
এনসিপিসহ চার দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা আগামীকাল Nov 26, 2025
img
আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না: মির্জা ফখরুল Nov 26, 2025
img
তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন : বুলু Nov 26, 2025