বিপিএল আয়োজন নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বেশ কয়েকটি মিটিংও ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে৷ তবে বিপিএল নিয়ে যতটা তোড়জোড় দেখা যাচ্ছে ততটা দেখা যাচ্ছে না আসন্ন এনসিএল আয়োজন নিয়ে।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান যে এনসিএল নিয়ে কোনো সভা হচ্ছে না বিপিএলের মতো। জবাবে বুলবুল বলছিলেন, 'একটা প্রেস কনফারেন্স করলাম কিছুদিন আগে। সেখানে ৬০ ভাগ প্রশ্নই ছিল বিপিএল নিয়ে, তো আমি তখন সাংবাদিক ভাইদের জিজ্ঞেস করলাম যে বিপিএল কি এতটাই পপুলার। হ্যাঁ পপুলার ধুম ধারাক্কা একটা কালারফুল খেলা হয়।'
'কিন্তু এটা ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না। এটা সবাই করে আমরাও করি। এটার আসলে ইম্প্যাক্টটা কি এটা এখনো ওইভাবে দেখতে পাইনি আমরা। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই বিপিএল করার পক্ষে।'
পরে এনসিএল আয়োজন নিয়ে আশার কথা শুনিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তবে তার থেকে আপনি যে কথাটা বললেন এনসিএল আমরা চেষ্টা করছি। এবং বিসিএলের চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা হয়েছে।
আমাদের যে চারটা দল থাকে সেখান থেকে তিনটা দল দেশি এবং একটা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে নেব। সেই খেলা গুলো আমরা দিন এবং রাত্রে খেলানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব আগামী বছর যে কোনো একটা টেস্ট পিংক বলে খেলে ফেলতে পারি।’
এমকে/টিএ