অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। মাত্র এক দিনের অপেক্ষা, এরপরই বড়পর্দায় ঝড় মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ভক্তদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এখন টিকিট বিক্রিতেই স্পষ্ট।
অনলাইনে টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ৩০ হাজারেরও বেশি আসন। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টিকিট বিক্রি শুরু হতেই দেশের প্রায় সব বড় বুকিং সাইটে ‘কিংডম’ চলে আসে ট্রেন্ডিংয়ের শীর্ষে। যদিও সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
তবে ‘কিংডম’ যে তার জন্য একটি দুর্দান্ত প্রত্যাবর্তন হতে চলেছে, সেই ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘কিংডম’-এর আগাম বুকিং রীতিমতো চোখে পড়ার মতো।
বিশ্বজুড়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে নির্মাতারা আগামী ৩০শে জুলাই একটি বিশাল প্রিমিয়ার শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। ‘কিংডম’ মূলত একটি গ্যাংস্টার ড্রামা, যা দুই ভাইয়ের সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত।
এর আকর্ষণীয় সংলাপ, টানটান আবহ সংগীত এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। জনপ্রিয় প্রযোজনা সংস্থা সিতারা এন্টারটেইনমেন্টস-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুড়ি।
এমকে/টিএ