ফারহান আখতার ফিরছেন যুদ্ধধর্মী সিনেমার জগতে। নতুন ছবি ‘১২০ বাহাদুর’-এ তিনি রূপ দিচ্ছেন ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধ-এর নায়ক, বীর মেজর শয়তান সিং ভাটির চরিত্রে। ইতিহাসভিত্তিক এই ছবিতে উঠে আসবে ১২০ জন ভারতীয় সৈনিকের অতিমানবিক সাহসিকতার কাহিনি—যাঁরা অসম প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণপণে লড়েছিলেন।
ছবির শুটিং হয়েছে ১৪,০০০ ফুট উচ্চতায় লাদাখের অতিদুর্গম পরিবেশে। প্রবল ঠান্ডা, অক্সিজেনের ঘাটতি আর প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি সত্ত্বেও ছবির নির্মাতারা বেছে নিয়েছেন বাস্তব লোকেশন, যেন সেই যুদ্ধক্ষেত্রের আসল আবহই ফুটে ওঠে পর্দায়।
চরিত্রের ভেতরে ঢুকে যেতে ফারহান নিয়েছেন সেনা প্রশিক্ষণ, করেছেন উচ্চতাভিত্তিক অ্যাক্লাইমেটাইজেশনও। তাঁর মধ্যে সেই দৃঢ়তা, সাহস আর আত্মত্যাগের মানসিকতা ফুটিয়ে তুলতেই ছিল এই প্রস্তুতি।
শোনা যাচ্ছে, ‘১২০ বাহাদুর’-এর টিজ়ার মুক্তি পাবে আগস্টের শুরুতে, এবং সম্ভবত এটি সংযুক্ত থাকবে ‘ওয়ার ২’-এর সঙ্গে। ফলে যুদ্ধপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সিনেমাটিকে বলা হচ্ছে দৃশ্যত চোখ ধাঁধানো ও আবেগে গা শিউরে ওঠার মতো একটি ওয়ার ড্রামা, যা ভারতীয় সিনেমায় বীরগাথা বলার ধারা আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে।
এসএন