ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি শোকবই খোলা হয়েছে।
সপ্তাহব্যাপী এ শোক বইতে বৃহস্পতিবার (৩১ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল স্বাক্ষর করেছেন।
তিনি শোক বার্তায় লিখেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার-পরিজনের প্রতি আমাদের সহানুভূতি রইল।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, ডব্লিউএইচও প্রতিনিধিসহ দেশটিতে অবস্থানরত জাপান, চীন, সৌদি আরবের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশে বিমান দুর্ঘটনার জন্য শোক বইতে স্বাক্ষর করেছেন।
মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, শোকবইটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। যাতে মালদ্বীপে বসবাসরত যে কেউ স্বাক্ষরের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করতে পারেন। এই শোকবইয়ে দূতাবাসের কর্মকর্তা, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা, প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বাক্ষর করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কেএন/টিকে