এশিয়া কাপের আগে আপাতত কোন খেলা নেই বাংলাদেশের। তবে আগস্টের ফাঁকা সময়ে নেদারল্যান্ডস বিপক্ষে একটি সিরিজ খেলতে পারে টাইগাররা। বিসিবি সূত্রে সিরিজের ব্যাপারে জানা গেলেও ভেন্যু বা সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে আভাস মিলেছে সিরিজটি আয়োজিত হতে পারে সিলেটে।
এশিয়া কাপের আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে তা পিছিয়ে গেছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে সিরিজ জয়ের পর ফাঁকা সময়ে একটি সিরিজ খেলার কথা বলেছিলেন অধিনায়ক লিটন দাস। পরবর্তীতে বড় দল না পেয়ে বিসিবিও আলোচনা করে নেপাল, নেদারল্যান্ডসের মতো দলগুলোর সাথে। ডাচদের সিরিজের ভেন্যু সম্পর্কে এবার জানা গেছে।
সিরিজের সম্ভাব্য ভেন্যু যে সিলেট তা বোঝা গেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতেই , ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহে। দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত না হওয়ায় ফাহিম সূচি নিশ্চিত করতে চাননি। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর। যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
পিএ/টিএ