ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেওহাল ও পারুপাল্লি কাশ্যপ ফের এক ছাদের নিচে ফিরছেন। বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার ২০ দিন পর নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাডমিন্টন দম্পতি।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাশ্যপের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাইনা লিখেছেন, ‘মাঝে মাঝে দূরত্ব শিখিয়ে দেয় একসঙ্গে থাকার মূল্য। আমরা আবার চেষ্টা করছি।’
মুহূর্তের মধ্যেই এই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেন ভক্তরা।
গত ১৩ জুলাই সাইনা সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি লিখেছিলেন, ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি, স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ।’
২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইনা ও কাশ্যপ। তারও প্রায় তিন বছর আগে থেকেই তাদের সম্পর্ক ছিল। হায়দরাবাদের পুল্লেলা গোপীচন্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে একসঙ্গে বড় হয়েছেন দুই জন। ভারতের ব্যাডমিন্টনে দীর্ঘদিন রাজত্ব করেছেন তারা।
সাইনার ঝুলিতে রয়েছে অলিম্পিক ব্রোঞ্জ পদক ও এক নম্বর বিশ্ব র্যাঙ্কিংয়ের কৃতিত্ব। কাশ্যপ জিতেছেন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক।
টিকে/