ট্রাম্পের আদেশে ১২ বছর পর আবারও স্কুলে ফিরছে ‘প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট’

আমেরিকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা আবারও খেলাধুলার পোশাক পরে মাঠে নামতে যাচ্ছে প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্টে অংশ নিতে, যা প্রায় এক দশক আগে বন্ধ হয়ে গিয়েছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে এ পরীক্ষাটি আবার চালুর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট এবং প্রেসিডেনশিয়াল ফিটনেস অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে পুন:স্থাপন করা হচ্ছে। এটি একটি দারুণ ঐতিহ্য ছিল, এবং আমরা সেটি ফিরিয়ে আনছি।’

এই ফিটনেস টেস্টের সূচনা হয় ১৯৫৬ সালে প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের আমলে। তবে ২০১২ সালে এটি বাতিল করে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘প্রেসিডেনশিয়াল ইয়ুথ ফিটনেস প্রোগ্রাম’ চালু করেন, যা ছিল একটি আধুনিক, স্বাস্থ্যকেন্দ্রিক স্কুলভিত্তিক উদ্যোগ।

নতুন আদেশে প্রেসিডেন্টের স্পোর্টস, ফিটনেস ও নিউট্রিশন কাউন্সিলের কার্যক্রম সম্প্রসারণের কথাও বলা হয়েছে, যার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও স্বাস্থ্যবান, সক্রিয় ও সুশৃঙ্খল করে গড়ে তোলা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবিসি নিউজকে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান, আগামী প্রজন্ম যেন স্বাস্থ্যবান, সবল ও সাফল্যবান হয়। এজন্য সক্রিয় জীবনযাপনের ওপর জোর দিয়ে এক নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা বছরের পর বছর ধরে প্রভাব ফেলবে।’

হাভার্ড হেলথের তথ্যমতে, পুরনো ফিটনেস পরীক্ষাগুলোতে সাধারণত এক মাইল দৌড়, পুশ-আপ বা পুল-আপ, সিট-আপ, শাটল রান এবং ‘সিট অ্যান্ড রিচ’ অন্তর্ভুক্ত ছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন পরীক্ষায় কী কী থাকবে, তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন রেসলিং কিংবদন্তি ট্রিপল এইচ। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে ফিটনেস সংক্রান্ত এক পরিষদের বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের আমন্ত্রণে যান ১৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই রেসলার।

এই পদক্ষেপ এমন এক সময় এসেছে, যখন ট্রাম্প প্রশাসন ক্রীড়াক্ষেত্রে নানা বিষয়ে হস্তক্ষেপ করছে, যার মধ্যে রয়েছে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ করার উদ্যোগ। পাশাপাশি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র আয়োজিত হতে যাচ্ছে কয়েকটি বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট—২০২৬ সালে ফিফা বিশ্বকাপ, ২০২৮ সালে অলিম্পিক গেমস এবং রাইডার কাপের মতো প্রতিযোগিতা।

সূত্র: এবিসি নিউজ, গার্ডিয়ান।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025
'আমি ৩০ সেকেন্ডে এমন কিছু বলবো, যেটা বাংলাদেশের পক্ষে যাবে' Oct 15, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত নেতার বক্তব্য Oct 15, 2025
দুর্নীতি/বাজ জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছে সরকার বলছে জামায়াত Oct 15, 2025
img
রোনালদোর রেকর্ড, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না পর্তুগালের Oct 15, 2025
img
১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা Oct 15, 2025
img
পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন Oct 15, 2025
img
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার Oct 15, 2025
img
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বিএনপি Oct 15, 2025
img
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত জুলাই সনদ Oct 15, 2025
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড Oct 15, 2025
img
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত Oct 15, 2025
img
চাকসু নির্বাচন আজ Oct 15, 2025