অবশেষে অপেক্ষার অবসান। একসঙ্গে এক মঞ্চে এলেন দেব-শুভশ্রী। তৈরি হল ইতিহাস। ভক্তদের আবেদন মেনে বাংলার মেগাস্টার দেব এবং মহিলা সুপারস্টার শুভশ্রী এলেন ‘ধুমকেতু’ ছবির ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে। গানে গানে সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি।
জোরালো উল্লাস, তুমুল করতালি এবং ২০০০-এরও বেশি মানুষ একসাথে স্বাগত জানালেন দেব-শুভশ্রীকে। আজ কলকাতার নজরুল মঞ্চকে আলোকিত করলেন এক সময়ের পর্দা কাঁপানো এই জুটি। প্রায় এক দশক পর তাদের একসঙ্গে ফ্রেমবন্দী করার সুযোগ পেল ক্যামেরাগুলো।
দেব তার সুঠাম শরীরের ওপর সরাসরি একটি কালো ব্লেজার পরেন, তাই বুক ছিল খোলা। শুভশ্রীর পরনেও ছিল একটি কালো হল্টার নেক গাউন। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর দেখে আবেগে ভাসলেন দর্শক। এ যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হল।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রেজেন্ট কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি দীর্ঘদিন আলোর মুখ দেখতে পায়নি। অবশেষে ছবিটি আসছে ১৪ আগস্ট মুক্তি পাবে।
‘ধুমকেতু’ করতে গিয়েই দেব শুভশ্রী জুটি ভেঙে যায়। তাদের প্রেমটাই ভেঙে যায় বলে একসঙ্গে আর জুটি বাঁধেননি এই জনপ্রিয় দুই তারকা।
এদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গাঙ্গুলীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান, ছবি তৈরি করার পেছনের বিভিন্ন গল্প। গানে গানে সকলকে মঞ্চ মাতান অনুপম। অনুপমকে সঙ্গ দেন ঈশান মিত্র।
মঞ্চে এসেই দেব বলেন, ‘সবাইকে ধন্যবাদ, ধুমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য।’ শুভশ্রী কিন্তু দিলেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ তখন দেব বলেন, ‘কেন?’ শুভশ্রী বলেন, ‘এমনি’। বহু বছর আগের ‘চ্যালেঞ্জ’ ছবির সেই ম্যাজিকাল মোমেন্ট তৈরি হল আবার।
এসএন