৩০-এ পা দিলেন বলিউডের সাইফ আলী খানের কন্যা ও অভিনেত্রী সারা আলি খান। আর এমন দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কারিনা কাপুর।
অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ; এক দশকেরও বেশি সময়ের সংসার; রয়েছে দুই সন্তানও। কিন্তু সারার কাছে কারিনা সম্পর্কে সৎ মা হলেও তাদের সম্পর্ক বন্ধুর মতোই।
ছোটবেলায় সিনেমার পর্দা থেকেই কারিনাকে পছন্দ ছিলো সারার। সেই কারিনাই এখন তার সৎমা। এ নিয়ে খোলামেলা কথাও বলেছেন কারিনা। স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাদের মা রয়েছে। তবে তারা অনেক ভালো বন্ধু।
তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন কারিনা। তার প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। এবার সারার জন্মদিনে কারিনা লিখলেন, ‘শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।’
সারা বরাবরই কারিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে পুরোটা সময়ই সাথে ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কারিনাকে এতটাই ভালোবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।’
এসএন