বছরখানেক আগে একবার আমির খানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন ভাই ফয়সাল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একই অভিযোগ তার। জানান, তাকে ঘরে আটকে রাখা হয়, ছিনিয়ে নেওয়া হয় ফোন; আর এসব করেন নিজের ভাই আমির খান।
শুধু তাই নয়, ফয়সালকে মানসিক ভারসাম্যহীন বলেও আখ্যা দেয় তার পরিবার। বাড়ির বাইরে বের হতে দিতো না, নানা রকম ওষুধ খাওয়ানো হতো তাকে।
ফয়সালের এমন অভিযোগ বলিউডে বিস্ফোরণ ঘটাতেই এ নিয়ে মুখ খুলল আমির খানের পরিবার। এক বিবৃতিতে তার পরিবার জানায়, ফয়সালের দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভীষণ কষ্টদায়ক।
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘মা জিনাত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমির খানের সম্পর্কে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ফয়সাল, তা ভীষণ দুঃখজনক এবং বেদনাদায়ক।
এই প্রথমবার নয়, এর আগেও তিনি ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তাই আমরা স্পষ্ট করে জানাতে চাই যে, ফয়সালকে নিয়ে প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সম্মিলিত মত ও একাধিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই নেওয়া হয়েছিল। এবং সেটাও তার মানসিক সুস্থতার স্বার্থেই। আর ঠিক সেই কারণেই আমরা এযাবৎকাল ওই বেদনাদায়ক অধ্যায়ের কথা বিশদে প্রকাশ্যে আনিনি।’
পাশাপাশি ওই বিবৃতিতেই পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়, আমির খানের পরিবারের অভ্যন্তরীণ এই বিষয়টিকে যেন কেউ ‘চটকদার গসিপে’ পরিণত না করেন।
এসএন